টপিকঃ অসম্পূর্ণ প্রকৃতি
অসম্পূর্ণ প্রকৃতি
গিনি
প্রকৃতির সব কিছুই অভাব পূর্ণ। যেমন পশু পাখির বাঁচার জন্য অন্যের প্রোটিনের দরকার। ত্রু লতা, গাছ গাছালির বংশ বৃদ্ধি হাওয়া এবং পোকামাকড়ের উপর নির্ভর। ইক্ষুর মিস্তি রস আছে কিন্তু চলার, বলার শক্তি নাই।
স্রষ্টা ইচ্ছা করলেই স্বনির্ভর করতে পারতেন, কিন্তু তা হয় নাই।