টপিকঃ কেমন যাবে ২০১৮ সাল ফান রাশি ফল রি পোষ্ট
রাশি কখনোই ভাগ্য নিয়ন্তা নয়। মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে।
তথাপী আসুন দেখে নেই কেমন যাবে বাংলা নতুন বছর ২০১৮ সাল
এটা সম্পুর্ন ফান পোস্ট কেউ এটা বিশ্বাস করার মত বোকামী করবেন না
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দীর্ঘদিনের পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধান হবে। পুরাতন প্রেম ভেঙে যেতে পারে। এ বছর প্রেমের বিয়ের ব্যাপারে অভিভাবকদের কেউ কেউ প্রথমে অমত করলেও শেষ পর্যন্ত বিষয়টি তারা মেনে নেবে। নগদ টাকার অভাবে গত বছর যে সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছিল এ বছর সেগুলোতে আবার হাত দিতে পারবেন।
বৃষ [২১ এপ্রিল-২১ মে]
যারা গত বছর প্রেমের ব্যাপারে আশাহত হয়েছিলেন, এ বছর তাদের অনেকের জীবনে প্রেম আসবে নির্ভরতার প্রতীক হয়ে। লটারি কিংবা অন্য কোনো উপায় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে দারুন উন্নতি হবে এ বছর।
মিথুন [ ২২ মে-২১ জুন]
সারা বছরই রোমান্স ও বিনোদন শুভ রয়েছে। দুই-একটি ক্ষেত্রে নিকটাত্দীয় কিংবা ঘনিষ্ঠ বন্ধুর বৈরিতার কারণে পুরনো প্রেমের সম্পর্কে ফাটল ধরবে। এ বছর যারা নতুন প্রেমে জড়াবেন তাদের কারও কারও ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা দেখা দিলে অভিভাবকের সম্মতিতেই বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। পরিবারের সাহায্য-সহযোগিতা বাড়বে।
কর্কট [২২ জুন-২২ জুলাই]
প্রতিশ্রুত অর্থের দেখা মিলবে, যা ব্যবসায়ের শ্রীবৃদ্ধি ঘটাতে সহায়ক হবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। অহেতুক আবেগ সমস্যায় ফেলবে। সৃজনশীল পেশার সঙ্গে জড়িতরা সাফল্য পাবেন। কেউ কেউ উচ্চ শিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রার জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করতে পারবেন। আকস্মিকভাবে আপনি ধর্মীয় চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্মকর্মে মনোনিবেশ করতে পারেন।
সিংহ [২৩ জুলাই-২৩ আগস্ট]
যারা ঠিকাদারি ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদের কেউ কেউ বছরের শুরুতে ভালো কাজের প্রস্তাব পাবেন। চাকরিজীবীদের জন্য বছরটি ভালোই যাবে। যারা নতুন চাকরিতে ঢুকেছেন তাদের কেউ কেউ বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন। কখনো কখনো সহকর্মীর ভুলের দায়ভার আপনার উপরে চাপিয়ে দেওয়া হতে পারে।
কন্যা [২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর]
ছাত্রছাত্রীদের জন্য বছরটি অত্যন্ত শুভ। বিশেষ করে তরুণ-তরুণীরা এ বছর ভালো ফল পাবে। যারা বিদেশে অধ্যয়নে আগ্রহী, এ বছর তাদের অনেকেই এক্ষেত্রে সুযোগ পাবেন। গেল বছরের জঞ্জাল কেটে যাবে এ বছর। কোনো কোনো ক্ষেত্রে ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগতে পারে।
তুলা [২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর]
এ বছর নতুন চমকে প্রাণ পাবে প্রেম। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক একসময় প্রেমে রূপ নিতে পারে। যারা এ বছর নতুন প্রেমে জড়াবেন তাদের অনেকেই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখবেন। প্রেমের ব্যাপারে সাফল্যের পাশাপাশি দুই-একটি ব্যর্থতা ও প্রতারণার ঘটনা ঘটার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বৃশ্চিক [২৪ অক্টোবর-২২ নভেম্বর]
কোনো কোনো ক্ষেত্রে আপনার বিদেশি বন্ধু ব্যাপারে কার্যকর সহযোগিতা প্রদান করবে। প্রেম ও রোমান্সের ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ। এ বছর বেশির ভাগ প্রেমের সম্পর্কই সাফল্যের মুখ দেখবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হবে।
ধনু [২৩ নভেম্বর-২১ ডিসেম্বর]
বেকারদের অনেকেই এ বছর বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। এক্ষেত্রে কেউ কেউ প্রভাবশালীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। আটকে থাকা পদোন্নতি বছরের শুরুতেই বিবেচনার জন্য উপস্থাপন করা হতে পারে।
মকর [২২ ডিসেম্বর-২০ জানুয়ারী]
এ বছর কেউ কেউ কাঙ্ক্ষিত বিষয় নিয়ে পড়ালেখার সুযোগ পাবেন। গত বছরের অসমাপ্ত ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোও এ বছরের শুরুতেই ইতি টানবে।
কুম্ভ [২১ জানুয়ারী-১৮ ফেব্রুয়ারী]
যারা পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, এ বছর তাদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল অর্জন করবেন। রাজনীতিতে যোগ দিতে হতে পারে। বেকারদের জন্য বছরটি ঘটনাবহুল হবে। এ বছর একাধিক সফল প্রেমের শুভ সূচনা ঘটবে। পাশাপাশি পরকীয়ার ঘটনা ঘটতে পারে বেশ কয়েকটি।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
এ বছর প্রেমের ক্ষেত্রে চমকপ্রদ কিছু ঘটনা ঘটতে পারে। অন্যের প্ররোচনায় প্রেমিক-প্রেমিকার মধ্যে যাতে কোনোরকম ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুত্বের সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে প্রেমে রূপ নিতে পারে। যারা নতুন প্রেমে জড়িয়েছেন তাদের কারও কারও সম্পর্ক বিয়েতে গড়ানোর সম্ভাবনা আছে।