টপিকঃ অংক নিয়ে ভয় ...
আমার অংকে একটু দুর্বলতা আছে...... আমি মাত্র cse নিয়ে পড়াশুনা শুরু করেছি। আমার বিভিন্ন কনটেস্ট এ অংশগ্রহন করার আশা বা আকাঙ্ক্ষা আছে...... এবং আমি অনেক বেশি ভালো করতে চাই...... প্রোগ্রামিং লিখতে ভালো লাগে কিন্তু অংক নিয়ে ভয় হয়...... মনে হয় অংকের জন্যই যেটা চাই বা যেই অবস্থানে যেতে চাই তা পারবো না... সুতরাং আমি কি কি অংক করলে আমার প্রোগ্রামিং প্রতিযোগিতা বা যেকোনো জায়গায় অংক নিয়ে আর কোন সমস্যা থাকবে না...... অনেক বেশি চিন্তায় আছি ... কেউ ওরকম পরামর্শ দেয়ার মতন নাই...... তাই কি নিয়ে আমার চিন্তা করা উচিৎ আর কি নিয়ে না তাও ঠিকমতো জানিনা...............