টপিকঃ কবিতা
অবাক হওয়ার কিছু নাই
অবাক হওয়ার কিছু নাই
তুষার কালো তোমার পতাকাই
যদি আমার স্থান না হই।
অবাক হওয়ার কিছু নাই
যদি সাদা গোলাপ আর
সবুজ পোকার সন্ধি হয়।
অবাক হওয়ার কিছু নাই
মুক্ত হওয়ার ভয়ে
এক পৃথিবী অশ্রু যদি
মুখ লুকাই
অনন্তের ভিড়ে
ঐ নক্ষত্রেরা খেলে কোন খেলা
অনন্ত কাল অনন্ত বেলা?
সহস্র কাব্যের সংবিধান
তাদের আলোকে হয়েছে নির্মান।
ঐ নক্ষত্ররা যদি একদিন লুণ্ঠিত হয়,
বিলুপ্ত হই সমস্ত কাব্যের ছাই
অবাক হওয়ার কিছু নাই।
যদি এক আলকবর্ষ পরে
তোমার সাথে আমার দেখা হয়
সন্ধ্যার ছায়াই
জস্নার মায়াই
অবাক হওয়ার কিছু নাই।