টপিকঃ কোন প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হব ?
আমার GPA 4.56 ও 4.30
আমি cse তে পড়তে চাই
আমি কোন ভার্সিটিতে ভর্তি হব?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » কোন প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হব ?
আমার GPA 4.56 ও 4.30
আমি cse তে পড়তে চাই
আমি কোন ভার্সিটিতে ভর্তি হব?
AIUB is the best for CSE
আহসানউল্লাহ এর দাম Buet এর পরেই !কারন আহসানউল্লাহ থেকেই buet হয়েছে! তবে এটা জানা কথা তারা টেক্সটাইল এ ভাল ! কিন্তু EEE & CSE এর জন্যে AIUB এখন পর্যন্ত সেরা ! আর এই দুই subject এর জন্যে NSU তে না যাওয়াই ভাল !
যদি শুধু মাত্র cse হয় তবে আমি বলব এখনি AIUB তে form তুলে রাখ !EEE হলে AUST অথবা AIUB একটাতে হলেই হল !
ভাই AIUB দেখতে পারেন।পড়ালেখার ব্যাপারে সিরিয়াস একটা ভার্সিটি তার উপরে AIUB এর নাম সুনাম দেশের বাইরেও আছে কারন এরা Microsoft এবং সিসকোর বাংলাদেশে রিজিওনাল একাডেমী।এদিক থেকে ভালই সুনাম আছে।বাকীদের মধ্যে ইস্টওয়েস্ট ও ভাল ।আর বাকী Nsu,iut,brac এগুলোর ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তেমন ভাল না।
কয়েকটা ইউনিভার্সিটি দেখুন, তাঁদের ফ্যাকাল্টির যোগ্যতা দেখুন (ওয়েবসাইটগুলোতেই পাবেন) এবং সর্বোপরী খরচের ব্যাপারে খোঁজ নিন। এছাড়া যাতায়াতের সুবিধাটাও দেখা জরুরী। একদিন বনানীর ইউনিভার্সিটি পাড়াতে গিয়ে সেখানে থাকা সবগুলো ইউনিভার্সিটির প্রসপেক্টাস জোগাড় করে নিয়ে আসুন। ইউনিভার্সিটির নাম দিয়ে হয়তো প্রথম চাকুরীটা পেতে সুবিধা হবে, তবে ভাল শিক্ষা না হলে এরপর ক্যারিয়ারে তেমন অগ্রগতি হবে না।
আহসানউল্লাহ এর দাম Buet এর পরেই !কারন আহসানউল্লাহ থেকেই buet হয়েছে!
এই আহসানউল্লাহ সেই আ.উল্লা নয়। আহসানউল্লাহ থেকে ইপুয়েট --> বুয়েট হয়েছে। তাই সেই সময়ে নতুন তৈরী হওয়া প্রাইভেট ইউনিভার্সিটির নাম আহসানউল্লাহ রাখা হয়েছে।
আহসানউল্লাহ এর দাম Buet এর পরেই !কারন আহসানউল্লাহ থেকেই buet হয়েছে!
এর চেয়ে ভাল বিজ্ঞাপন আর কি হতে পারে
ইউনিভার্সিটির নাম দিয়ে হয়তো প্রথম চাকুরীটা পেতে সুবিধা হবে, তবে ভাল শিক্ষা না হলে এরপর ক্যারিয়ারে তেমন অগ্রগতি হবে না।
১০০% সহমত।
শ্রাবন লিখেছেন:আহসানউল্লাহ এর দাম Buet এর পরেই !কারন আহসানউল্লাহ থেকেই buet হয়েছে!
এর চেয়ে ভাল বিজ্ঞাপন আর কি হতে পারে
।
বিজ্ঞাপন বলেন আর যাই বলেন, আহছানছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভাল। বর্তমান ক্যাম্পাসও চমৎকার। কিন্তু খরচ মনে হয় একটু বেশি। AIUB এ খরচ কেমন জানিনা। CSE তে পরতে চাইলে আমি AUST এবং AIUB এর ব্যাপারেই পরামর্শ দেব।
বিজ্ঞাপন বলেন আর যাই বলেন, আহছানছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভাল। বর্তমান ক্যাম্পাসও চমৎকার। কিন্তু খরচ মনে হয় একটু বেশি। AIUB এ খরচ কেমন জানিনা। CSE তে পরতে চাইলে আমি AUST এবং AIUB এর ব্যাপারেই পরামর্শ দেব।
ভাই আমি কিন্তু আহসানউল্লাহকে খারাপ বলি নাই
ভাই আমি মনে করি আপনার যদি প্রবল সেখার ইসসা থাকে তাহলে আপনি জেখানাই ভরতি হন না কেন আপনি শিকতে পারবেন।তবে সেটা প্রথম শ্রেনির যে কন প্রাইভেট প্ভারসিটি হয়লেই হবে।আটা আমার নিজের মতামত।
first, sorry for writing in english.
CSE er jonno AIUB e ekhon porjonto sera obosthane ase ...ek kothay pvt e CSE er jonno AIUB oditio.
টপিকটি আমার খূব কাজে লাগবে। কারন আমারও এধরনের জিজ্ঞাসা।
AIUB is the best for CSE
আমি সহমত।
এ,আই,ইউ,বি
ভাই কোন বিষয়ে পড়াশুনা করতে চান সেটা আগে বলুন। সবচেয়ে ভালো হয় বিভিন্ন University তে ভিজিট করুন। তারপরে সিদ্ধান্ত নিবেন।
ইউনিভার্সিটির নাম দিয়ে হয়তো প্রথম চাকুরীটা পেতে সুবিধা হবে, তবে ভাল শিক্ষা না হলে এরপর ক্যারিয়ারে তেমন অগ্রগতি হবে না।
দারুন বলেছেন। একমত।
মূল পোস্টকারী ২০০৯ সালের নভেম্বর মাসে এই পরামর্শ চেয়েছিলেন। গত ৮ বছরের মধ্যে নিশ্চয়ই তার সমস্যার সমাধান হয়ে গেছে। ফলশ্রুতিতে বাকীদের উত্তরগুলো, উত্তরদাতাগণই মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা।
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » কোন প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হব ?
০.০৯৩৪৭২৯৫৭৬১১০৮৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৭৮৬৪৬৫২৯৩০৪৬ টি কোয়েরী চলেছে