মেহেদী৮৩ লিখেছেন:IUB FlashMob
একদম ঠিক বলেছেন ।
ফুটেজ এত বেশী ছিল যে , ওরা সিঙ্ক করতে পারেনি । আমি অনেক বার বলেছিলাম FPS সব গুলো সমান করে নিতে । ভিডিও করার সময় কন্ট্রাস্ট , ব্রাইটনেস কমায় নিতে তাহলে ডিটেইলস নষ্ট না হয় । পরে যে কালার প্রিসেট ব্যাবহার করেছে আমার পছন্দ হয়নি । ওটা আমার বাসায় করা হয়নি । ওরা পরে করেছে । আরো বলেছিলাম যেহেতু এইটা ফ্লাশ মব হয়নি সুতরাং ফ্লাশ মব শব্দটা ব্যবহার না করতে । কেউ ৫০ এফপিএস এ ভিডিও করেছে , কেউ করেছে ২৯ , কেউ করেছে ৬০ ... রেন্ডার করে ভিডিও আর মিলাতে পারেনি । এর মধ্যে রেন্ডার করতে গিয়ে ডিরেক্টর সাহেবের পিসি গেল হ্যাং হয়ে । ভিডিওর ভিতরে দুইটা অযথা ভিডিও যোগ করেছিল । আমি বলেছিলাম সরিয়ে ফেলতে । এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও না । এইটা পুরো আইইউবি কে রিপ্রেজেন্ট করে । আমার কথা শুনেনি । সুতরাং যাই হবার তাই হলো ... অধিকাংশ মানুষ বুঝতেই পারেনি ভিডিওতে কি হলো । একটা সিকোয়েন্স তো থাকা দরকার ছিল । ভিডিও সময় নিয়ে এডিট করতে হত ... এমন এক সময় করা শুরু হলো যখন ফাইনাল চলছে ।
অনেক অজুহাত দ্বার করিয়ে ফেললাম । আমি নিজেও অনেক ভাল আশা করেছিলাম । ব্যাক্তিগতভাবে হতাশ ।