টপিকঃ টিপি লিংক রাউটারের সমস্যা । কোন সমাধান আছে কি?
আমি ১ MBPS এর বিটিসিএল লাইন চালাই । টিপি লিংক রাউটারের বয়স ৩ বছরের বেশি কিছু হবে । সমস্যা হল মাঝে মাঝেই ইন্টারনেটের স্পিড অর্ধেক হয়ে যায় (গত ৫-৬ মাস ধরে)। তারপর রাউটার বারবার অন অফ করতে করতে হঠাৎ একবার ঠিক হয়ে যেত । কিন্তু কারেন্ট যাওয়ার দরুন রাউটার বন্ধ হয়ে গেলে আবার স্পিড অর্ধেক হয়ে যায় । আবার তখন বার বার অন-অফ করতে করতে হঠাৎ একবার ফুল স্পিড পায় । কারেন্ট প্রচুর যায় বলে পিসিতে যেমন ইউপিএস আছে তেমনি আমি এখন রাউটারের সাথেও ইউপিএস আছে । রাউটারের অন-অফ সুইচ অনেক আগে থেকেই নস্টর মত । তাই রাউটারের সুইচ না ব্যবহার করেই ইউপিএস এর সুইচ অন-অফ করি । এতে রাউটারও অন-অফ হয় । (ইউপিএস ছাড়াও ডাইরেক্ট লাইন দিয়েও চেস্টা করেছি স্পিড পায় না) ।
যাই হোক, আগে কয়েকবার অন-অফ করলেই ফুল স্পিড পেত । কিন্তু ইদানিং তা হচ্ছে না । এখন ঘন্টা খানেক এমন অন-অফ করা চলতে থাকলেও ফুল স্পিড আর পায় না । বরং এখন স্পিড আরও কমে গেছে । আগে মিনিমাম স্পিড ৫০০ কেবিএস থাকত এবং ঠিক হলে ১ এমবিপিএস পেত । কিন্তু এখন দেখছি প্রায় সময়ই ৩০০-৩৫০ কেবিএস স্পিড পায় । অন-অফ করতে করতে হঠাৎ ৫০০ কেবিএস পর্যন্ত যায় । কিন্তু ১ এমবিপিএস আর হচ্ছে না (গত ৮-১০ দিন থেকে) ।
এটা সত্যিই কি রাউটারের সমস্যা? যদি হয় কোন সমাধান কি আছে ?
এটা বিটিসিএলের সমস্যা না বলেই মনে হয় । কেননা এভাবে রাউটার অন-অফ করতে করতেই হঠাৎ স্পিড ঠিক হত ।