টপিকঃ গাংচিল
"গাংচিল"
আল-আমীন আপেল
------------------------------
ভাল যদি নাই বাসবে!
তবে কেন আশাজলে
ভাসাতে ভালবাসার মরানদী?
কেন মিথ্যে মায়ায়
জড়িয়ে বলতে-
'তুমি নদী হবে,
আর আমি গাংচিল হবো।
তৃষ্ণা পেলে
তোমার বুকে ঠোকর দিবো।'
আজ কোথায় সেই তুমি?
তোমার কি তৃষ্ণা পায় না?
নাকি অন্য কোনো বুকে
তৃষ্ণার জল মেটাও?