টপিকঃ বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

https://i.imgur.com/1qNBfCgh.jpg
এক ঝলকে বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
২০১৬ সালের অক্টোবর মাসের ২৮ তারিখ শুক্রবার ফেসবুক গ্রুপ Save the Heritages of Bangladesh তাদের ২৫তম ইভেন্ট পরিচালনা করছিলো। অন্য সব সদস্যদের সাথে আমি আমার বড় কন্যা সাইয়ারাও ঐদিন অংশ নিয়েছিলাম ডে ট্যুরে আড়াইহাজার ও সোনারগাঁয়ের কিছু প্রাচীন জমিদার বাড়ি, মন্দির, মঠ, মসজিদ ঘুরে দেখার জন্য। এখানে বলে রাখা ভালো এই ট্যুর গুলিতে শুধু প্রাচীন স্থাপত্যগুলি দেখার তালিকায় স্থান পায়।

https://i.imgur.com/Xwx6hXrh.jpg
পথের হদিস : গুগুল ম্যাপ

ভোর ৬.৩০ মিনিটে আমাদের যাত্রা শুরু হয় লালমাটিয়ার আড়ং এর সামনে থেকে, প্রায় ৩০ জনের গ্রুপ ছিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল আড়াইহাজারের “বালিয়াপাড়া জমিদার বাড়ী”। সকাল ৮টার দিকে আমরা পৌছাই বালিয়াপাড়া জমিদার বাড়ী।
https://i.imgur.com/ehvdRva.jpg
এক ঝলকে বালিয়াপাড়া জমিদার

৩০ মিনিটে আমরা বালিয়াপাড়া জমিদার বাড়ী দেখা শেষ করে রওনা হই আমাদের দ্বিতীয় গন্তব্য “পাল পাড়া মঠ” দেখতে। সকাল ৯টার সময় পৌছাই আমরা পাল পাড়া মঠের সামনে। ২০ মিনিট সময় লাগে পাল পাড়া মঠের পরিদর্শন শেষ হতে।
http://i.imgur.com/VYU5CGth.jpg
এক ঝলকে পাল পাড়া মঠ
এরপরে আমরা রওনা হয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য “বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি” উদ্দেশ্যে।


“বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি”
পাল পাড়া মঠ থেকে খুব কাছেই বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ির অবস্থান। তবুও স্থানীয় লোকজন চিনতেই পারছিলনা সেটিকে। শেষে এলাকারা একটি ছেলে আমাদের গাইড করে নিয়ে যায় সেখানে।
https://i.imgur.com/LdrB741h.jpg


https://i.imgur.com/mG8jOudh.jpg

দুঃখজনক হলেও সত্যি বাড়িটি সম্পর্কে আমি কিছুই জানি না। এটি কে কবে কিভাবে নির্মাণ করেছে, কেনো পরিত্যক্ত হয়েছে তার কিছুই জানা নেই। মনে হয়না আমার পক্ষে আর কখনো এটা সম্পর্কে কোন তথ্য জোগাড় করা সম্ভব হবে বলে।
তাই কোন তথ্য না দিয়ে শুধু যা দেখেছি তাই জানাচ্ছি এখানে, আর থাকছে আমার তোলা ছবি গুলি।
https://i.imgur.com/s0x6dnxh.jpg


https://i.imgur.com/D3sSiW0h.jpg

এটি ইটের গাঁথুনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতল পাকা বাড়ি। বাড়িটির সামনের দিকে পথের উপরেই এসেছে বাড়িতে ঢোকার পথ ও দোতলায় উঠার সিঁড়ি। সিঁড়িটি বাড়িটির প্রায় মাঝ বরাবর বানানো। দোতলায় চার দিকেই অনেকগুলি জানালা ও পিছন দিকে দুটি দরজা আছে। দরজা দুটি দেখে বুঝা যায় যে এককালে বাড়িটির পিছন দিকে বারান্দা ছিল যার অস্তিত্ব বর্তমানে নেই।
https://i.imgur.com/SxZwoyhh.jpg


https://i.imgur.com/stF6IXvh.jpg


পরিত্যক্ত বাড়িটির দেয়াল বেয়ে উঠে গেছে নানান লতানো ঝোপ। ছাদের উপরেও জন্মেছে নানা ধরনের গাছ গাছালি। ছাদের প্রতিটি কোনায় আশ্রয় নিয়ে বেড়ে উঠেছে বট, অশ্বত্থ, পাকুড়ের মত গাছ। আর কত দিন বাড়িটি এভাবে টিকে থাকতে পারবে কে জানে।
https://i.imgur.com/CCUonUch.jpg


https://i.imgur.com/VNhohfch.jpg


https://i.imgur.com/eOBZ5Bnh.jpg


https://i.imgur.com/Hm2xREzh.jpg


https://i.imgur.com/zXLSuxsh.jpg


https://i.imgur.com/fXf2NEoh.jpg

বাড়ির সিঁড়িগুলি এখনো অক্ষত রয়েছে। সিঁড়ি ধরে ছাদ পর্যন্ত উঠে যাওয়া যায়। সিঁড়ি ধরে দ্বিতীয় তলায় উঠলেই যেখানে সিঁড়ি শেষ হয়েছে সেখান থেকে বাড়ির ডানে , বায়ে ও সামনে যাবার পথ তৈরি হয়েছে। বেশ বড় বড় খোলা মেলা ঘড় ছিল দ্বিতীয় তলায় সেটা বেশ বুঝা যায়।
https://i.imgur.com/ehNjQayh.jpg


https://i.imgur.com/vWxiSauh.jpg


বাড়ির নিচ তালায় যাবার রাস্তা নিশ্চয় পিছন দিক থেকে আছে। কোনো একটা অনুষ্ঠানের জন্য প্যান্ডেল দিয়ে এমন ভাবে ঐ পাশটা ঘিরে দেয়া ছিল যে আমি আর সেখানে যেতে পারি নি।
https://i.imgur.com/TiRIwZwh.jpg


https://i.imgur.com/zrcjdV3h.jpg


https://i.imgur.com/xoMFXZah.jpg

বাড়ির ঠিক পাশেই একটি এক চিলতে মাঠের কাছে রয়েছে বিশাল একটি প্রাচীন প্রবেশ দরজা ও পাচিল অংশবিশেষ। বাড়ির সামনে একটি মন্দিরও রয়েছে।
https://i.imgur.com/UmmMb1Ih.jpg

https://i.imgur.com/cNVKQpIh.jpg

আগামী পর্বে দেখা হবে পরবর্তী প্রাচীন স্থাপত্য মহজমপুর শাহী মসজিদ এর সামনে।

পথের হদিস : দেশের যেকোন যায়গা থেকে প্রথমে আপনি চলে যাবেন আড়াইহাজার বাজার।  আড়াইহাজার বাজার থেকে মাত্র ৪০০ মিটার দূরে এই প্রাচীন বাড়িটির অবস্থান।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

যাবার ইচ্ছা রইল ...সময় করে যাব একদিন  smile

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

RubaiyaNasreen(Mily) লিখেছেন:

যাবার ইচ্ছা রইল ...সময় করে যাব একদিন  smile

অশেষ শুভকামনা রইলো আপনার জন্য।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

এটাতো আমাদের জমীদার বাড়ীর মত দেখছি ।

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

sudiptabiswas লিখেছেন:

এটাতো আমাদের জমীদার বাড়ীর মত দেখছি ।

আপনাদের জমিদার বাড়ি কোন টা?

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

মরুভূমির জলদস্যু লিখেছেন:
sudiptabiswas লিখেছেন:

এটাতো আমাদের জমীদার বাড়ীর মত দেখছি ।

আপনাদের জমিদার বাড়ি কোন টা?

কেন আপনি চিনেন না ? ওই যে ঐটা ...  big_smile big_smile

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

RubaiyaNasreen(Mily) লিখেছেন:
মরুভূমির জলদস্যু লিখেছেন:

আপনাদের জমিদার বাড়ি কোন টা?

কেন আপনি চিনেন না ? ওই যে ঐটা ...  big_smile big_smile

আ....চ্ছাআআআআআ..... ঐইইইই......... টা!  dream

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ির চিত্রগুলো সত্যিই অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

www.visa2malaysia.com provides assistance for Malaysia Tourist Visa, Malaysia Visa Online Apply, Malaysia eVisa and Malaysia eNTRI from India, Pakistan, Bangladesh, Sri Lanka and China.

Re: বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ চিত্র

visa2malaysia লিখেছেন:

বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ির চিত্রগুলো সত্যিই অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।