টপিকঃ ভাগের আগে গুণ! boDmas ঠিক ছিল, ঠিকই আছে, কিন্তু হঠাৎ কেন peMdas?
শৈশবে অংক করতে ওস্তাদ ছিলাম। সরল কখনো গরল হয়ে ধরা দেয়নি। কিন্তু এই শিক্ষাজীবন সায়াহ্নে এসে আজ সত্যিই মাথায় প্যাচ বেঁধে গেল।
boDmas শিখেছি, তা টারশিয়ারি প্রতিষ্ঠানে ঠিক ধরাও হয়। এই মুহুর্তে আলোচ্য বিষয় ভাগের আগে গুণ নাকি! আমরা জানি ভাগ আগে, গুণ তার পরে। কিন্তু অনেক দেশে খুব ঘটা করে শেখানো হয় উল্টোটা। ব্রাকেট / প্যারেন্থেসিস, অব / ইন্ডেক্স/ এক্সপোনেণ্ট যাই বলেন। ইউ.এস এ শেখানো হয় peMdas! আর ইউ.কে, ভারতবর্ষ, অস্ট্রেলিয়াতে আমাদের মত শেখানো হয় boDmas। অনেক লোক এক কথায় বলে ফেলে গুণ ভাগের আগে পরে ক্রম ধরলে কিছু হয়না, উত্তর একই হবে। কিন্তু তা কেমনে ঠিক বলি : 6÷2(1+2)=?
কিন্তু উইকিও দুই দিকে তাল দিয়ে যাচ্ছে, মাথা ঠিক রাখি কেমনে, (https://en.wikipedia.org/wiki/Order_of_operations)।
ভাবনা কী এ ব্যাপারে আপনার?