টপিকঃ মিটিং এর উপস্থাপনায় ল্যাপটপের পাশে আর দাড়িয়ে থাকতে হবে না
শুরুতেই সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি।
টাইটেল দেখে অনেকেই বলবেন ল্যাপটপের পাশে দাড়িয়ে না থাকলে মাল্টিমিডিয়া ক্লাসে পরের স্লাইডে বা এনিমেশনে যাব কিভাবে!!!
হ্যা সম্ভব, আমরা আমাদের স্মার্টফোনকে যদি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টার বা রিমোড হিসেবে ব্যাবহার করি তাহলে কি ল্যাপটপের পাশে দাড়িয়ে বা কাছাকাছি থেকে ক্লাস নিতে হবে??
এখানে বিস্তারিত লিখে বোঝানো সম্ভব না তাই আপনাদের সুবিধার্থে একটি ছোট্ট ভিডিও তৈরি করেছি। তো চলুন দেখে আসি কিভাবে সেটা করতে হয়,
ইউটিউব ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=Zx0T_v2CxHI
ভিডিওটি দেখার পর কি আপনার মনে হচ্ছে না যে, মিটিং/ কন্ফারেন্সে/মাল্টিমিডিয়া ক্লাসের পুরো স্টেজটা আপনার বিচরন ক্ষেত্র।
এ পদ্ধতিতে আপনি খুবসহজেই একটি মাল্টিমিডিয়া ক্লাস/ মিটিং/ কন্ফারেন্সে নিজের পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করতে পারেন এক স্থানে স্থির দাড়িয়ে না থেকে।