টপিকঃ জুপিটার ও ভেনাস ২০১৭
আজ ভোর থেকে আগামী কয়েক দিন ভোর পর্যন্ত প্রতি দিন সূর্যোদয়ের কিছু আগে থেকে জুপিটার ও ভেনাস গ্রহকে দেখা যাবে খুব কাছা কাছি অবস্থান করতে। যাদের ইচ্ছে আছে তারা ঘড়ি বা মোবাইলের এলার্ম সেট করে ফেলেন। ভালো কথা ঘুম থেকে উঠে আপনাকে তাকাতে হবে পূর্বাকাশে।
জুপিটার ও ভেনাস
১২ই নভেম্বর ২০১৭ ভোরে ভেনাস আর জুপিটারকে দেখা যাবে খুব কাছা কাছি।
১২ই নভেম্বর ২০১৭ ভোরে সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে থেকে ভেনাস আর জুপিটারকে দেখা যাবে খুব কাছা কাছি। একটু দূরে থাকবে চাঁদও।
১২ থেকে ১৫ই নভেম্বর ২০১৭ ভোরে সূর্যোদয়ের ৪৫ থেকে ৬০ মিনিট আগে থেকে ভেনাস আর জুপিটারকে দেখা যাবে খুব কাছা কাছি। একটু দূরে থাাক চাঁদও ধীরে ধীরে তাদের কাছাকাছি হবে।
বি.দ্র. সমস্ত তথ্য ও ছবি মহাকাশ বিষয়ক বিভিন্ন সাইট থেকে সংগ্রহীত।