Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
ninest123 storm
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
ninest123 storm
গতকালকেও দেখে গেলাম প্রজন্ম পোস্টের খরায় ভুগতেছে, আজকে তো দেখি পুরা ঝড় চলছে
ফোরামে দেখি স্প্যামাদের অভাব নাই
ফোরামে দেখি স্প্যামাদের অভাব নাই
![]()
![]()
খুবই স্বাভাবিক। একদল ডিজিটাল মূর্খদের হাতে ইন্টারনেট তুলে দিলে এমনই হবে। দেশে বিলিয়ন ডলার এল বলে।
সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা
সবাই কেমন আছেন?
গ্রামীণ কমুনিকেশনের অনলাইন সার্ভিস নিয়ে চ্রম বিরক্ত
সময় বাজে যাচ্ছে ,,,জঘন্য একটা পরীক্ষা হলো আজ
একটা অনুরোধ ছিলো। যতদূর জানি ফোরামে আমাদের কাজী ফাতেমা আপু বাংলাদেশ ব্যাংকে চাকুরী করেন। একটি বিশেষ প্রয়োজনে আমার উনার সাথে কথা বলার প্রয়োজন হয়ে পরেছে। সমস্যাটা আমার বন্ধুর।
১৯৯২ সালে আমার ফ্রেন্ডের বাবা আমেরিকাতে মারা যায়। আঙ্কেলের নামে লাইফ ইন্স্যুরেন্স করা ছিলো বিধায় আমার ফ্রেন্ডের মা মানে আন্টি ইন্স্যুরেন্স কোম্পানী থেকে ৬৫০ ডলারের চেক পেত। সেই চেক ব্যাংকে জমা দিলে চেক গুলো ক্রস চেক করে টাকা দিয়ে দেয়া হত। আগে নাকি ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা গুলো পেতো। এরপর স্ট্যান্ডার্ড চার্টাড এবং পরে সোনালী ব্যাংকের [ওয়েজ আর্নার বিভাগ] মাধ্যমে টাকা গুলো পেত। তবে মানি লন্ডারিং এবং বিভিন্ন সময়ের অর্থ কেলেঙ্কারির জন্য নাকি এখন নাকি ঐ চেক দিয়ে টাকা প্রদান করা বন্ধ রয়েছে।
এতদিন সোনালী ব্যাংকের মাধ্যমে নিয়েছিলো। কিন্তু বেশ কয়েকদিন আগে নাকি অনেক এরকম চেক ফেরত এসেছে। উনাদের থেকে জানানো হয়েছে উনাদের সাথে যে করোস্পন্ডিং ব্যাংক ছিলো তার সাথে নাকি উনাদের চুক্তি শেষ। আর বাংলাদেশ সরকার থেকে ও নাকি নির্দেশ আছে এ চেক গুলো ক্লিয়ার না করার।
গতকাল কে সারা মতিঝিল এলাকার অনেক গুলো ব্যাংক ঘুরেছি। কোন ব্যাংক এই চেক গ্রহণ করছে না। সবাই বলে দিচ্ছে যেখানে সোনালী ব্যাংক পারছে না সেখানে নাকি উনারাও পারবে না। কারণ ডাচ বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা বলল যে উনারা সবাই সোনালী ব্যাংকের অধীনে এইসব চেক ক্লিয়ার করে থাকেন। তবে বললেন যে কিছুদিন আগে নাকি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক কে এই সব চেক গ্রহণ করার একটা নির্দেশনা দিয়েছেন। যদিও সোনালী ব্যাংক থেকে সে কথা অস্বীকার করেছে। ঐ কর্মকর্তা একটা উপায় বলেছেন, যে বাংলাদেশ ব্যাংকে এই ব্যাপারে কোন আবেদন করলে কোন সমাধান পাওয়া যাবে। কারণ এইটা উনাদের ন্যায্য টাকা।
বিষয় টা অনেক জটিল এটা সত্য। তবে ঐ পরিবারের মানবিক দিক বিবেচনা করে অনুগ্রহ করে ফাতেমা আপুর সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিলে উপকৃত হতাম। কেননা এখন বাংলাদেশ ব্যাংকই শেষ ভরসা।
জাস্টিন ট্রুডোর "Diwali Mubarak" বলা নিয়ে টুইটারে ঝড়-
http://twitter.com/JustinTrudeau/status … 1111792640
খুবই টেনশনে আছি
আমি অনেক দেরীতে পড়েছি কিন্তু সময়টা ভাল কাটলো ।
এমন কিছু আরো আশা করছি !!!
-ধন্যবাদ
বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা , বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা
বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা
বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা
৩+৪=৭
৩+৪=৭
৩+৪=৭
৩+৪=৭
বন্দু বালা আছোনি? এয়ারটেলো আও!
অনেকদিন পর দারুণ একটা জিংগেল শুনলাম।
বন্দু বালা আছোনি? এয়ারটেলো আও!
অনেকদিন পর দারুণ একটা জিংগেল শুনলাম।
লিংক প্লিজ
দারুন তো !
অনেক সুন্দর গল্প টা ।
https://m.youtube.com/watch?v=zrdK3xk24tw
বন্ধু ভালা আছোনি,Airtel এ আও গানের লিংক
বড় ছেলে দেখলাম
এই জন্য অড্ডা দেওয়ার মুড নাই
আজকে মিরপুর জলের তলায়
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
০.১০৯০৮৩১৭৫৬৫৯১৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৪.৪১২৪৭৭২০৭৯৫২ টি কোয়েরী চলেছে