টপিকঃ ফোন অন হচ্ছে না

আস্-সালামু-আলাইকুম | আমার সনি এক্সপেরিয়া ফোনে গেমস্ খেলতে খেলতে চার্জ ০% হয়ে যায় এবং তারপর থেকেই ফোন আর অন হচ্ছে না  crying ৬-৭ ঘন্টা চার্জে দিয়ে রাখার পরেও অন হচ্ছে না | চার্জের সিগন্যাল লাইট জ্বলছে কিন্তু কিছুতেই ফোন অন হচ্ছে না |প্লিজ কেউ হেল্প করেন|  whats_the_matter

Re: ফোন অন হচ্ছে না

এক্সপেরিয়া এখন ও আছে  surprised যাই হোক চার্জার চেঞ্জ করে দেখুন। এরপরেও না হলে দোকানে গিয়ে দেখাতে পারেন।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন অপেক্ষা (১১-০৮-২০১৭ ২৩:১৬)

Re: ফোন অন হচ্ছে না

আমারও সনি এক্সপেরিয়া জেড ছিলো।আপনি ওই ফোন ২ দিন টাচ না করে রেখে দিন।ও ফোনের মাথা একটুতেই গরম হয়।
এরপর চার্জ দিন।দেখুন কি হয়।আমি এভাবেই ঠিক করতাম

ডিজিটাল বাংলাদেশে ত আর সাক্ষরের নিয়ম চালু নাই।সবটায় দেখি বায়োমেট্রিক।তাই আর সাক্ষর দিতে পারলাম না।দুঃখিত।

Re: ফোন অন হচ্ছে না

সনি এক্সপেরিয়া আমার একটা সময় ছিল কিন্তু সেটা কোন এই ধরনের সমস্যা হয়নি ।
চেঞ্জ টা অন্য একটা ফোনে চেক করতে পারেন ।