টপিকঃ ফোন অন হচ্ছে না
আস্-সালামু-আলাইকুম | আমার সনি এক্সপেরিয়া ফোনে গেমস্ খেলতে খেলতে চার্জ ০% হয়ে যায় এবং তারপর থেকেই ফোন আর অন হচ্ছে না ৬-৭ ঘন্টা চার্জে দিয়ে রাখার পরেও অন হচ্ছে না | চার্জের সিগন্যাল লাইট জ্বলছে কিন্তু কিছুতেই ফোন অন হচ্ছে না |প্লিজ কেউ হেল্প করেন|