টপিকঃ ডিপ্লোমা করার পর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো?
ডিপ্লোমা করার পর কোন বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো?
কেউ কি সাজেশন দিবেন,,please..
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » ডিপ্লোমা করার পর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো?
ডিপ্লোমা করার পর কোন বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো?
কেউ কি সাজেশন দিবেন,,please..
প্রায় প্রতিটি প্রাইভেট ভার্সিটির ইভিনিং প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।
... ইভিনিং প্রোগ্রামে.....মানে বুঝলাম না?? অার North South University, Brac University,,, আর অন্যান্য স্বনামধন্য university তে কি ভর্তি হতে পারবো??
একটু ইউনিভার্সিটিগুলোর সাইটে ঢুঁ মারুন। বুঝতে পারবেন। ডিপ্লোমা যারা করে আসে, তাদের ৪ বছরের অনার্স করতে হয়না। ডিপ্লোমা থাকার কারণে কিছু ওয়েইভার দিয়ে ৩ বছরের মধ্যে অনার্স দেয়া হয়। ক্লাস হয় সন্ধ্যার সময়। আর শুক্রবারে সকাল থেকে, আবার কিছু কিছু জায়গায় জুমার নামাজের পর থেকে।
আর নর্থসাউথ বর্তমানে দুর্নামধন্য বিশ্ববিদ্যালয়। ভর্তি না হওয়াই শ্রেয়। কিছু ব্ল্যাকলিস্টেড ইউনিভার্সিটি ছাড়া আপনার খরচের সাধ্য অনুযায়ী যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান।
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » ডিপ্লোমা করার পর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো?
০.০৫৪০৫২৮২৯৭৪২৪৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৯.২৫৩৩৫০৬০০৩১৬ টি কোয়েরী চলেছে