টপিকঃ আমার শাওমি মোবাইল লকড -_-

মোবাইল দিয়েই আমি mi.com এ একাউন্ট করেছিলাম ফাইন্ড দিস মোবাইল ফিচারের জন্য, কিন্তু কোন কারণে মোবাইলে লগইন অবস্থায় থাকলেও পিসিতে লগিন করতে পারছিলাম না। ব্যাপারটাকে পাত্তা না দেই নাই। এক মাস পর এখন মোবাইল রিসেট করার পর বলতেছে mi.com এ লগিন করতে, অন্যথায় মোবাইল ব্যবহার করা যাবে না, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু সেটা গ্রহণ করছে না। আর পাসওয়ার্ড রিসেট এর জন্য ব্যবহার করা ফোন নাম্বার দিচ্ছি সেটাও ইনভেলিড দেখাচ্ছে।

আমার অন্য একটা miui একাউন্ট ছিল সেটা দিয়ে আমি মোবাইলে লগিন কখনোই করি নাই, তবুও সেটা দিয়েও ট্রাই করেছি, কাজ হয়নি। সবচেয়ে অবাক ব্যাপার, আমার মোট চারটা ইমেইল আইডি এবং দুইটা ফোন নাম্বার কোনটাই তাদের একাউন্টে রেজিস্টার্ড না বলছে, আমি এগুলোর বাহিরে কোন নাম্বার বা ইমেইল আইডি দিয়ে কোনভাবেই এই ডিভাইস রেজিস্ট্রেশন করতেই তো পারি না sad আর যদি ভুল টাইপ করে থাকি তাহলে ভেরিফিকেশন ছাড়াই কেন সেটাকে তারা এক্সেস করবে। বলাই বাহুল্য, আমার কোন মেইল আইডি ব্যবহার করি নাই ঐ একাউন্ট করার জন্য তা নিশ্চিত, আমি ফোন নাম্বারটাই ব্যবহার করেছিলাম।

কোন সহায়তা ?

Xiaomi Redmi Note 2 ব্যবহার করছি আমি।

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২৭-০৩-২০১৬ ১৪:৪৫)

Re: আমার শাওমি মোবাইল লকড -_-

Re: আমার শাওমি মোবাইল লকড -_-

Re: আমার শাওমি মোবাইল লকড -_-

সেইদিন শাওমি নিয়ে মেলা ভাব মারার জন্য এইরকম হয়েছে বলে দাবী করচি  kidding

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার শাওমি মোবাইল লকড -_-

সর্বশেষ সম্পাদনা করেছেন RUSSEL13 (২৮-০৩-২০১৬ ১১:৩০)

Re: আমার শাওমি মোবাইল লকড -_-

মেহেদী ৮৩ ভাই রাত্রিরবেলা নানা গবেষণা করে ঠিক করে দিছে :3 সাথে ছিলেন ত্রিরিত্রের রাশিমালা এবং পলাশ ভাই  hug

বেঁচে গেছি দাদা  big_smile big_smile big_smile

Re: আমার শাওমি মোবাইল লকড -_-

গবেষণার অন্তত সার-সংক্ষেপটুকু জানতে পারলে একটু শান্তি পাইতাম।

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার শাওমি মোবাইল লকড -_-

7.2.2.0 তে আপডেট করার পর রিসেট না দেওয়ায় কিছু সমস্যা হচ্ছিল।  গতকাল রাতে রিসেট দিয়েছি। সব কিছু ওকে। একাউন্টে কোনো সমস্যা ছাড়াই লগইন করতে পেরেছি।

আলহামদুলিল্লাহ!

Re: আমার শাওমি মোবাইল লকড -_-