টপিকঃ আমার শাওমি মোবাইল লকড -_-
মোবাইল দিয়েই আমি mi.com এ একাউন্ট করেছিলাম ফাইন্ড দিস মোবাইল ফিচারের জন্য, কিন্তু কোন কারণে মোবাইলে লগইন অবস্থায় থাকলেও পিসিতে লগিন করতে পারছিলাম না। ব্যাপারটাকে পাত্তা না দেই নাই। এক মাস পর এখন মোবাইল রিসেট করার পর বলতেছে mi.com এ লগিন করতে, অন্যথায় মোবাইল ব্যবহার করা যাবে না, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু সেটা গ্রহণ করছে না। আর পাসওয়ার্ড রিসেট এর জন্য ব্যবহার করা ফোন নাম্বার দিচ্ছি সেটাও ইনভেলিড দেখাচ্ছে।
আমার অন্য একটা miui একাউন্ট ছিল সেটা দিয়ে আমি মোবাইলে লগিন কখনোই করি নাই, তবুও সেটা দিয়েও ট্রাই করেছি, কাজ হয়নি। সবচেয়ে অবাক ব্যাপার, আমার মোট চারটা ইমেইল আইডি এবং দুইটা ফোন নাম্বার কোনটাই তাদের একাউন্টে রেজিস্টার্ড না বলছে, আমি এগুলোর বাহিরে কোন নাম্বার বা ইমেইল আইডি দিয়ে কোনভাবেই এই ডিভাইস রেজিস্ট্রেশন করতেই তো পারি না আর যদি ভুল টাইপ করে থাকি তাহলে ভেরিফিকেশন ছাড়াই কেন সেটাকে তারা এক্সেস করবে। বলাই বাহুল্য, আমার কোন মেইল আইডি ব্যবহার করি নাই ঐ একাউন্ট করার জন্য তা নিশ্চিত, আমি ফোন নাম্বারটাই ব্যবহার করেছিলাম।
কোন সহায়তা ?
Xiaomi Redmi Note 2 ব্যবহার করছি আমি।