টপিকঃ মাঝে মাঝে ওয়াই ফাই শেয়ার হচ্ছে না ডিভাইস থেকে
আমার টিপিলিঙ্ক WR841N এ কয়েকদিন ধরেই হুট করে আর ওয়াই ফাই শেয়ার হচ্ছে না। পিসিতেও নেট আনভেইলেবল দেখায় এবং অন্য ওয়াই ফাই ডিভাইসে আমার ডিভাইস শো পর্যন্ত করে না। এরপর ডিভাইসটা বন্ধ করে ১০ সেকেন্ড পর চালু করলে আবার সব ঠিক ঠাক। প্রতিদিন তিন চারবার করে এই সমস্যা হচ্ছে।
বলে রাখা ভালো আমার রাউটার নষ্ট হবার কারণে ওয়ারেন্টি থেকে একবার বদলে আনা হইছে, আমি ওয়ারেন্টির কাগজ হারিয়ে ফেলছি। সো এখন এইটা আবার নিয়ে যাওয়া মুস্কিল। আর প্রথম রাউটারটাতে এধরণের কোন সমস্যা করে না।
যে কোন ধরণের সাজেশন ওয়েলকাম
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন