টপিকঃ ল্যাপটপে ডেড ইউএসবি পোর্ট সংক্রান্ত সমস্যা
আমার লেনোভো ল্যাপটপের ইউএসবি ৩.০ পোর্টটি কাজ করছে না কিছু দিন হলো। অন্য দুইটা ২.০ পোর্ট ঠিক আছে।
ড্রাইভার / BIOS সংক্রান্ত সমস্যা না। মাউস / পেনড্রাইভের এলইডি জ্বলে থাকে। সুতরাং পোর্টে পাওয়ার আছে কিন্তু কোন ডিভাইস রিকগনাইজ হয় না।
আমাদের এখানে আবার লেনোভোর সার্ভিস সেন্টার নেই। ঢাকায় পাঠাতে হবে মিনিমাম ১ মাসের জন্য। যেটা করা সম্ভব না এখন। আমি জানতে চাচ্ছিলাম এমন সমস্যা কি আপনাদের কারো হয়েছিল? ঠিক করেছেন কিভাবে? লোকাল রিপেয়ার শপ থেকে ঝামেলা ছাড়া ঠিক করানো যাবে কি না?