sandeep_ao লিখেছেন:It would be better to think several times to make adverse comments about society of another sovereign country. Such bad manners and unethical misinterpretation of the society of a country which is not your motherland may disturb tolerance capacity of any one. The matter raised by a Bangladeshi about Bangladesh, hence such loafer type comment just proves your level of frustration about society of your country.Most politely I WOULD ALSO like to say that a good number of poor citizen of Bangladesh are infiltrating to the states of my motherland illegally every day just to maintain their daily livelihood. So first try to stop nonparallel poverty and hunger of your state. Then you may not have to feel shame for some persons who are just born and destined themselves to merge the total humanity in shame.
প্রিয় সন্দীপ,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। না জেনে হাঙ্গরিকোডার যা বলেছেন তা ঠিক করেননি। ওনার আসলে এই কথা বলার আগে যৌক্তিক রেফারেন্স দেয়া উচিত ছিল। ওনার এই ভুলটা ঠিক করে দেয়ার উদ্দেশ্যে আমি রেফারেন্সটুকু উল্লেখ করে দিচ্ছি:
উইকিপিডিয়ায় দুবাই সম্পর্কে কী বলে দেখি:
Prostitution, though illegal, is conspicuously present in the emirate because of an economy that is largely based on tourism and trade. Research conducted by the American Center for International Policy Studies (AMCIPS) found that Russian and Ethiopian women are the most common prostitutes, as well as women from some African countries, while Indian prostitutes are part of a well organised trans-Oceanic prostitution network
সামগ্রীকভাগে আরব আমীরাত সম্পর্কে এটা না বললেও দুবাইয়ে যা ঘটছে সেটা অন্য অংশের জন্য সত্য হওয়াটা অস্বাভাবিক নয়। ধন্যবাদ।
বাংলাদেশ থেকে যত মানুষ ভারতে ঢুকছে, ভারত থেকেও তেমনি বাংলাদেশে মানুষ এবং গোয়েন্দা ঢুকছে। আপনার দেশের পত্র পত্রিকায় যেমন একপেশে রিপোর্ট দেয় সেটা আমাদের দেশেও অমন। তাই আপনি বা আমি পত্রিকা দেখে ভেবে বসি যে অন্য দেশের লোক এসে এদেশ ভরিয়ে ফেললো।
ভারত অবশ্যই আয়ের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে। কিন্তু শিক্ষা স্বাস্থ্য সহ বেশ কিছু ক্ষেত্রেই বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে। এটা আমার কথা নয়, আরও ব্যাপকভাবে বলেছেন আমর্ত্য সেন, আর প্রকাশিত হয়েছে দ্যা হিন্দুতে। ক্লিক করে দেখুন।