Re: প্রজন্মের পিকনিক মালয়েশিয়া করলে কেমন হয়?(!)
বারিধারায় এদের এম্ব্যাসিতে গেলে ভিসা ফি সম্পর্কে জানা যাবে, ওদের সাইটে তো এড্রেস ছাড়া আর কিছুই পেলাম না। #
যতটুকু জানি ভিসার জন্য এপ্লাই করলে দুই সপ্তাহের মধ্যে প্রসেস হয়ে যায়, তবে প্লেনের টিকিট সাথে নিয়ে যেতে হবে, আর ফিস বাবদ হাজার খানেক টাকা লাগতে পারে। আর মনে করে কোন মেডিক্যাল টেষ্ট করাতে হবে কিনা জেনে নেয়া ভাল, নয়তো পড়ে এয়ারপোর্টে বসিয়ে টেষ্ট চালাবে।
ট্রাভেল এর জন্য ভিসা নিয়ে আসা কি বাধ্যতামূলক এসম্পর্কে কেউ কি কিছু জানেন?
থাকার জন্য ৩-৪ স্টার অথবা পছন্দমত হোটেলে অগ্রিম বুকিং দিয়ে রাখা যেতে পারে।