টপিকঃ বিদেশ থেকে কি কোন উপায়ে কোন কিছু বাংলাদেশে আনা যায়?
আমার জন্য একটা মোবাইল কিনেছে কিন্তু যার কাছে দিতে চেয়েছিল তার ছুটি হয়নি তাই এখন বিপদে আছি। যদি কোন উপায়ে বিদেশ থেকে দেওয়া যায় তাহলে প্লিজ জানান।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » বিদেশ থেকে কি কোন উপায়ে কোন কিছু বাংলাদেশে আনা যায়?
আমার জন্য একটা মোবাইল কিনেছে কিন্তু যার কাছে দিতে চেয়েছিল তার ছুটি হয়নি তাই এখন বিপদে আছি। যদি কোন উপায়ে বিদেশ থেকে দেওয়া যায় তাহলে প্লিজ জানান।
হুমম আছে তো।DHL, FedEx, Homebound, TnT ইত্যাদি।তবে এরা কেউ ইলেক্ট্রনিক্স পণ্য বহন করবে কিনা সেটা আগে আপনাকে ঐখান থেকে অর্থাৎ যেখান থেকে আপনার মোবাইল টা পাঠাবে সেখান থেকে নিশ্চিত করতে হবে।আমি পার্সোনালি Homebound এর কথা যেটা জানি সেটা হল ওরা কোন ইলেক্ট্রনিক্স পণ্য বহন করতে চায় না।তবে DHL করে।কিন্তু খরচ বেশী।
আর এসকল যত ইন্টাঃ কুরিয়ার সার্ভিস আছে ওরা সহজে ইলেক্ট্রিনক্স পণ্য বহন করতে চায় না।তবুও কোন কারণ বশত ঐ পণ্যটির ক্ষতি হয় তাহলে কিন্তু এরা সেটা দায়ভার গ্রহণ করবে না।
পার্সোনালী না এনে কোনো কুরিয়ারে পাঠালে শেষে এখানকার কাস্টমস আটকে রাখবে। আজগুবী পরিমান ম্যালা টাকা ট্যাক্স দিয়ে তারপর আনতে হবে। --- একটু খোঁজ খবর নিয়েন: দেখা যাবে, বাংলাদেশে এসেছে কিন্তু ঢাকা জিপিও পার হতে পারছে না (কাস্টমস)। কুরিয়ার সার্ভিস কোথায় ডেলিভারী দেবে সেটা আগেই খোঁজ নিয়ে নিশ্চিত হতে হবে।
ব্যক্তিগত অভিমত হল, অধৈর্য না হয়ে বরং অন্য কারো হাতে হাতে পাঠালে ভাল হয়।
উপায়তো অনেক গুলাই আছে ভাই।
১)DHL
২)FedEx
৩)USPS
DHL আর FedEx নিরাপদ। কিন্তু গলাকাটা দাম নেয়। ইলেক্ত্রনিক্স এর ব্যাপারে আবার ট্যাক্স এর ঝামেলা হইলেও হইতে পারে। USPS হইলো আমেরিকার ডাক বিভাগ। এর খরচ কিছুটা কম। তবে এরা যখন বাংলাদেশ ডাক বিভাগকে আপনার বাক্স হস্তান্তর করবে ওইটা গায়েব হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। পারলে ধৈর্য ধরেন। নাইলে DHL এ আনতে পারেন সেক্ষেত্রে ২০০ ডলারের ফোনে ৮০-১০০ ডলার কুরিয়ার ফি দিতে হবে। বাই দ্য ওয়ে বাংলাদেশের জন্য FedEx এর চেয়ে DHL ভালো।
আমার ৮৫০ ডলারের ল্যাপ্টপের জন্য ১৭০ ডলার চার্জ করতে চাইছিলো। ডিসিশন নিলাম কোরবানী ঈদের আগে এক আঙ্কল আসবে উনারে দিয়া আনাবো। বুদ্ধি একটাই...ধৈর্য ধরেন বাহে।
EMS করতে পারেন, সেফ এবং দ্রুত। হু, কাস্টমসে চার্জ ধরবে। ১০ হাজার টাকার নিচে ফ্রি, তার ওপরের প্রাইস হলে ১২% চার্জ। তবুও বাংলাদেশ বলে কথা, মোবাইল ফোন, ল্যাপটপ এক্ষেত্রে রিস্ক নেওয়া উচিত না। আমি অবশ্য হাজার পঞ্চাশেক টাকার মালামাল EMS দিয়েই দেশে আনিয়েছি।
তাহলে আমার দরকার নাই...আমও যাবে ছালাও যাবে...তার চেয়ে কয়েকদিন ওয়েট করাই ভাল হবে
USPS হইলো আমেরিকার ডাক বিভাগ
আমেরিকার ডাক বিভাগ আমেরিকার বাইরে গেলে আর কিছু করবে না। এখান থেকে ইউএসপিএস এ পাঠালে সেটা বাংলাদেশে গেলে বাংলাদেশের সরকারী ডাক বিভাগের দ্বায়িত্বে চলে যাবে।
হাতে আনাটা বেটার, অথবা EMS এর মাধ্যমে আনান, ট্যাক্স কয়েকশ টাকার বেশি লাগবে না।
তাহলে আমার দরকার নাই...আমও যাবে ছালাও যাবে...তার চেয়ে কয়েকদিন ওয়েট করাই ভাল হবে
![]()
এটাই ভালো।কাউকে দিয়ে আনিয়ে নিন।এতে আপনার জিনিসের সিকিউরিটি এবং হাতে পাওয়ার নিশ্চয়তা ও থাকবে।
হাতে আনাটা বেটার, অথবা EMS এর মাধ্যমে আনান, ট্যাক্স কয়েকশ টাকার বেশি লাগবে না।
EMS কতটা নিরাপদ?
EMS কতটা নিরাপদ?
আমার মত মানুষ যাদের বিদেশে কেও নাই তাদের জন্য EMS ই ভরসা। এটা ঠিক যে ট্যাক্স ধরা নিয়ে গ্যারান্টি নাই, তাও আমি নিয়মিত EMS এ জিনিসপত্র আনাই। যথেষ্ট সেফ মনে হয়েছে।
আমার একটা পার্সেল আনাইলাম ফেডেক্স দিয়ে। ইবে থেকে কিনেছিলাম, একটা মিনি কম্পিউটার।
সেলাররে বললাম যে FedEx or DHL দিয়া পাঠাইবা কিনা। (আমার কাছে জিনিসটার নিরাপত্তা মুখ্য ছিলো) কয় DHL ইউজ করি না, ফেডেক্সে দেয়া যাবে। ফেডেক্সের চার্জও সেই দিয়েছে। (নরমালি 50 ডলার এক্সট্রা শিপিং কস্ট নেয় সেলারটা, আমি 30 দিয়েছিলাম, আর ফেডেক্স ওরে 92 ডলার চার্জ করছে! )
ফেডেক্সের সার্ভিস ভালোই, তবে ওদের বাংলাদেশ এন্ডে কাস্টোমার সাপোর্ট খুব খারাপ।
প্রথমবার ওদের যখন জিজ্ঞেস করি কত টাকা দিতে হতে পারে ওদেরকে কাস্টমস পার করাইতে? ওরা বললো 10000 টাকা। আমার মাথা পুরা নষ্ট। পরেরদিন ওদের অফিসে গেলাম, বলে শিওর না, তবে 3 থেকে সাড়ে 3 হাজার বাজেট করে রাখতে বললো। এবার আমার মোটামুটি গায়ে সওয়ার অবস্থা হয়েছে। কাগজপত্র জমা দিয়ে আসলাম। ওরা একদিনেই ক্লিয়ার করে ফেলেছিলো, যদিও বলেছিলো ৭ দিন লাগতে পারে, আর আমিও একটু বেশিই ধরে রেখেছিলাম ঈদের বন্ধের কারণে।
শেষমেষ ওদের চার্জ এসেছে মোট ২০০ টাকা। ওদের কাগজে দেখেছিলাম, কাস্টমসে ওদের ব্রোকার ইউজ করলে মিনিমাম 600 টাকা ওদেরকেই দিতে হবে, সেটাও নেয় নাই, ওই ২০০ টাকা পুরাটাই সরকারী খরচ! আমার টোটাল খরচ 200 টাকা + 300 টাকার স্ট্যাম্প + রিকশা ভাড়া। পুরাই অস্থির!
আর যাই করুন FEDEX কইরেন না। আমার ১২০০ টাকা ওয়ারল্যাস এডাপ্টরে ট্যাক্স ধরেছিল ২৭০০ টাকা। সেই দু:খ আজো ভুলতে পারিনা.....
ট্যাক্স তো আর ফেডেক্স ধরে না, ধরে আমাদের মহান কাস্টমস। যারা 20 ডলারের প্রোডাক্টে 12 হাজার টাকা ট্যাক্স দাবী করে, আবার চা পানি খাওয়াইলে ভালা মানুষ হয়া যায়!
আর যাই করুন FEDEX কইরেন না। আমার ১২০০ টাকা ওয়ারল্যাস এডাপ্টরে ট্যাক্স ধরেছিল ২৭০০ টাকা। সেই দু:খ আজো ভুলতে পারিনা.....
আমারটায় ফ্রি আনাইছি। অথচ একটা স্যাফায়ারের লকেট আনাইছিলাম, ৪৮০ টাকা নিছে। :v FedEx না অবশ্য, EMS.
ট্যাক্স তো আর ফেডেক্স ধরে না, ধরে আমাদের মহান কাস্টমস। যারা 20 ডলারের প্রোডাক্টে 12 হাজার টাকা ট্যাক্স দাবী করে, আবার চা পানি খাওয়াইলে ভালা মানুষ হয়া যায়!
নম্বর নিয়া রাখছি। যদিও কাজে লাগেনাই এখনো। তবে কাস্টমসের অফিস আগে খুলনায় ছিল, এখন নাকি ঢাকায় আর খুলনায় দুইটা করছে। এজন্য ইদানিং দেখি ট্যাক্স কম ধরতেছে, ক্ষেত্র বিশেষে ধরেই না। আজিব!
ট্যাক্স তো আর ফেডেক্স ধরে না, ধরে আমাদের মহান কাস্টমস। যারা 20 ডলারের প্রোডাক্টে 12 হাজার টাকা ট্যাক্স দাবী করে, আবার চা পানি খাওয়াইলে ভালা মানুষ হয়া যায়!
মানলাম ট্যাক্স কাস্টমস ধরেছে। কিন্তু SAME PRODUCT পরে EMS ও চায়না পোস্ট দিয়ে এনেছি। EMS ৭০০ টাকা আর চায়না পোস্ট এ লেগেছে ৩৭০ টাকা। উপরের দুইটা ট্যাক্স ও তো সেই মহান কাস্টমস ই ধরেছে। সুতরাং FEDEX এর বেলায় এই কাহিনী কেন?
ছোট্ট একটা কম্প্যারিজনঃ নিউরেলিক গেঞ্জি পাঠাছিল, আমারটা ১ পয়সাও লাগে নাই। আর ফোরামের রাজু ভাইর 300 নাকি 400 টাকা কাস্টমস ডিউটি দিতে হইছে! দুইটাই হ্যান্ডেল করছে বাংলাদেশ ডাকবিভাগ।
মোটকথা হলো, কাস্টমসের যখন যা খুশি বসিয়ে দেয় এবং সেটা শামীমভাই উপরে একবার বলেছেনও।
এই টপিকটি বন্ধ করা হোক। আমার দরকার নেই বিদেশ থেকে কিচ্ছু অনলাইনে আনার। একজন আসতেছে তার কাছেই দিয়ে দেবে
ভাই আমি একটা মোবাইল অর্ডার দিসিলাম ebay দিয়া.সেলার DHL এর মাধ্যমে মোবাইল টা পাঠায় তো কাল কে DHL আমাকে একটা 5 পেজের ডকুমেন্ট দিয়া গেসে যার মধ্যে লেখা ভ্যাট আসছে ২৭,৭৮৪ টাকা.অথচ আমি এর আগেও মোবাইল আনাইসি কিন্তু এত টাকা কখনোই আসে নাই এখন কি করবো কিসু বুঝতেসিনা.
কারো কোনো আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করেন ভাই
চায়না থেকে আমি একটা ভ্যাপ কিট আনাবো।মানে আমার আপু থাকে সে পাঠাবে।।সাথে একটা অ্যাপেলের হেডফোন পাঠাবে।।সব থেকে ভাল উপায় এবং কত টাকা খরচ হতে পারে।।।প্লিজ একটু জানাবেন।।।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » বিদেশ থেকে কি কোন উপায়ে কোন কিছু বাংলাদেশে আনা যায়?
০.০৭৪৮১৮১৩৪৩০৭৮৬১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.১৩৮৫০৫০০৬২১৪ টি কোয়েরী চলেছে