টপিকঃ স্যামসাং একাউন্ট লগইন সমস্যা

আমার Galaxy A5 এর স্যামসাং একাউন্ট একবার ওয়েব সাইট থেকে রিমোভ করে দিয়েছিলাম। এর পর একই ইমেইল দিয়ে আবার রেজিস্ট্রেশন করেছি। নতুন এন্ড্রয়েড আপডেট ইন্সটল করার জন্য ওডিন দিয়ে ফ্লাশ দিয়ে রিকভারি মুড থেকে ফ্যাক্টরি রিসেট দিয়েছিলাম। কিন্তু এখন নতুন করে আবার স্যামসাং একাউন্টে লগইন করতে বলছে। আমি ওয়েব সাইট থেকে স্যামসাং একাউন্টে লগইন করতে পারি কিন্তু মোবাইলে আর লগইন হচ্ছেনা। বার বার প্রসেসিং ফেইল্ড দেখাচ্ছে। অথচ পাসওয়ার্ড ভুল দেখাচ্ছেনা বা ভুল হচ্ছেওনা। এই বিরম্বনা থেকে মুক্তির উপায় কি? এটা কি আর ব্যাবহার করতে পারবোনা?

Re: স্যামসাং একাউন্ট লগইন সমস্যা

স্যামসাং কাস্টমার কেয়ার থেকে পরামর্শ নিতে পারেন

সর্বশেষ সম্পাদনা করেছেন avchdanna (১২-০৯-২০১৭ ১৫:০৯)

Re: স্যামসাং একাউন্ট লগইন সমস্যা