টপিকঃ ষৈশবের সেই দিনগুলো (ভিডিও পোস্ট)
প্রতিটি মানুষকেই তার শৈশব জীবনের স্মৃতি কঠিন ভাবে নাড়া দেয়। শৈশবের বন্ধু-বান্ধব, খেলার সামগ্রী, কলম, পেনসিল, খাতা, ড্রেস, জুতা, স্কুল-ব্যাগ সবকিছুই কেমন যেন চোখ বন্ধ করলে ভেসে ওঠে মনের আয়নায়।
আমরা যারা ৯০ দশকে জন্মগ্রহণ করেছি, শহরে বেড়ে উঠেছি।এই ভিডিওটি তাদের শৈশবের সেই স্মৃতির আয়না।
শৈশবের হাজারো স্মৃতির মাঝে উল্লেখযোগ্য কিছু স্মৃতি দিয়ে সাজানো আমাদের এই ভিডিওটি।
ভিডিওটি দেখুন,আশাকরি ভালো লাগবে।
এই রকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
https://www.youtube.com/RRSproduction
ধন্যবাদ।।