টপিকঃ মুভি দেখার জন্য প্রজেক্টর কেনার জন্য পরামর্শ চাচ্ছি
আমার বাসায় আর অফিসে কোথাও টিভি নাই...বিনোদনের জন্য একমাত্র ভরসা ১৪ ইঞ্চি ল্যপটপ মনিটর...মাঝে মাঝে মুভি দেখতে ইচ্ছে করে কিছু এত ছোট মনিটরে মুভি দেখে মঝা পাই নাই...তাই মাঝে মধ্যে মুভি দেখার জন্য ১৫-২০ হাজার টাকার মধ্যে কি ধরনের প্রজেক্টর কেনা যেতে পারে...পরামর্শ চাই...