Re: সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
কেউ কি Taboo টিভি সিরিজ দেখেছেন ? IMDB এ হিউজ রেটিং পেয়েছে । আসলেই কি ভালো ?
http://www.imdb.com/title/tt3647998/
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
কেউ কি Taboo টিভি সিরিজ দেখেছেন ? IMDB এ হিউজ রেটিং পেয়েছে । আসলেই কি ভালো ?
http://www.imdb.com/title/tt3647998/
এই বছরে cancel হয়ে যাওয়া নিচের সিরিজ গুলো এর মধ্যে কোনটা ভালো আছে নাকি ??
The Vampire Diaries (এটা কয় সিজিন দেখেছেন ? )
The Blacklist: Redemption
BrainDead (2016)
No Tomorrow
আগামীকাল কের জন্য ১৪ মাস ধরে অপেক্ষায় ছিলাম। House of cards এর সিজন ৫ এর প্রতিক্ষা এবার শেষ হবার পালা
No Tomorrow
শুরুর দিকের চার পাচটা এপিসোড উপভোগ্য। এরপরেই বিরক্ত লাগা শুরু হবে।
The Vampire Diaries (এটা কয় সিজিন দেখেছেন ? )
৮টি সিজনের সবগুলোই দেখেছি! শুরুর দিকের সিজনগুলো ভাল লাগলেও শেষেরগুলো ততটা ভাল নাও লাগতে পারে।
Grey's Anatomy দেখছি এখন, মাত্র ৪ সিজন শেষ করলাম!
এই বছরে cancel হয়ে যাওয়া নিচের সিরিজ গুলো এর মধ্যে কোনটা ভালো আছে নাকি ??
The Blacklist: Redemption
BrainDead (2016)আগামীকাল কের জন্য ১৪ মাস ধরে অপেক্ষায় ছিলাম। House of cards এর সিজন ৫ এর প্রতিক্ষা এবার শেষ হবার পালা
Redemption দেখার সৌভাগ্য হয়নি। Blacklist ১ম সিজন অনেক কষ্টে গিলেও যখন দেখলাম হজম হচ্ছে না তখনই ক্ষ্যামা দিছি। প্রচুর প্লট হোল। কতোক্ষণ দেখলেই মেজাজ খিচে যায়। (আমার রুচি বোধহয় এই শো জন্যে তৈরী নয়। আপনাদের হয়তো ভালো লাগতেও পারে।)
কোন ধারণা ছাড়াই BrainDead দেখতে বসেছিলাম। পলিটিক্যাল স্যাটায়ার। শো-টা বেশ মজাই লেগেছে।
House of Cards
ফ্র্যাঙ্করে বহুত মিস করছি।
ঈদ স্পেশাল-র অংশ হিসেবে জমিয়ে রেখেছি।
game of thrones আসতে আর মাত্র ১২ ঘন্টা বাকি
The Americans টিভি সিরিজ ফোরামের কেউ দেখেছেন নাকি ? কেমন এটা ? কত রেটিং দেবেন ?
Netflix এর নতুন ওয়েব সিরিজ Ozark দেখে কেউ রিভিউ দিয়েন।
Netflix এর নতুন ওয়েব সিরিজ Ozark দেখে কেউ রিভিউ দিয়েন।
আপনার জন্য আরেকজন দেখে রিভিউ দিবে?? সরি, নিজে দেখেন
নাকি কেউ ইতিমধ্যে দেখে থাকলে রিভিউ দিবে??
কেউ ইতিমধ্যে দেখে থাকলে রিভিউ দিবে??
নাহ! এখনো কেউ দেখা শেষ করে নাই। মাত্র ২০ ঘন্টা আগে রিলিজ হয়েছে। তাই আপনি প্লিজ একটু কষ্ট করে দেখে রিভিউ দেন। আপনি ভালো বললে তবেই দেখবো।
অনেক দিন পরে আসল Game of Thrones স্বাদ পাওয়া গেল "Stormborn " পর্বে। যুদ্ধ, রক্ত, প্রধান চরিত্রে হত্যা ও পতন, নগ্নতা, সেক্স সবই আছে । একটা আদর্শ পর্ব ।
আজকের Game.of.Thrones S07E06 পর্ব পুরাই এপিক এপিসোড। ড্রাগন নিয়ে যে যুদ্ধ হলো - তা আমি মনে করে ছিলাম সিরিজের এর শেষ পর্বে হবে !!! আর এপিসোডের শেষ সিনে যা হলো তা কোন দিনই আমি কল্পনাতেই আনি নাই। পুরাই গেম চেঞ্জ।
Game of Thrones এর সিজন ১ এপিসোড ১ এ - ভাই ও বোনের অবৈধ সম্পর্ক দেখানো হয়ে ছিল আর আজকে সিজন ৭ এর শেষ এপিসোডে চাচীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করলো ভাতিজা। আসুন সকলে আজকের পর্ব দেখার পরে শরিয়া বিরোধী কর্মকাণ্ডের ধিক্কার জানাই।
Game of Thrones এর সিজন ১ এপিসোড ১ এ - ভাই ও বোনের অবৈধ সম্পর্ক দেখানো হয়ে ছিল আর আজকে সিজন ৭ এর শেষ এপিসোডে চাচীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করলো ভাতিজা। আসুন সকলে আজকের পর্ব দেখার পরে শরিয়া বিরোধী কর্মকাণ্ডের ধিক্কার জানাই।
চাচী না। ফুপু। এইসব বেগানা ইহুদী-নাসারাদের বিজাতীয় সিরিয়াল দেখে পাপের ভাগীদার হয়ে ধিক্কার না জানিয়ে ইসলামী অনুষ্ঠান দেখে নেকি কামান গিয়া
ইসলামী অনুষ্ঠান দেখে নেকি কামান গিয়া
মুসলিম রাজার গল্প "সুলতান সোলাইমান" কেমন ?
Big Little Lies (miniseries)
এবাররে Emmy Awards এ জয় জয় কারের পর HBO এর Big Little Lies (miniseries) না দেখে থাকতে পারলাম না। এই সুন্দর সিরিজ মিস করার করাণ হলো ফেবু বা ফোরামে কথাও এটা নিয়ে কোন আলোচনা দেখি নাই আর অন্য কারণ হচ্ছে 300mbfilms এর নিচের মাথা কাটা পোস্টার।
এতো শক্তিশালি কাস্ট জানলে আগেই দেখতাম। মূল কাস্ট Reese Witherspoon ,Nicole Kidman ,Shailene Woodley ,Alexander Skarsgård ,Adam Scott ,Zoë Kravitz । সাথে বাচ্চা গুলো চরম অভিনয় করেছে।
মূল গল্প হচ্ছে ১ম শ্রেণী পড়ুয়া বাচ্চাদের মা-দের নিয়ে। অনেকের কাছে গল্প স্লো মনে হলেও আমার কাছে গল্প বলার গতি ভালোই লেগেছে।
চারটি প্রশ্নের রহস্য প্রথম পর্ব থেকেই
১। ১ম শ্রেণী পড়ুয়া বাচ্চাদের মধ্যে কে আসলেই বুলি করে ?
২। Shailene Woodley এর বাচ্চার পিতা কে ?
৩। কে খুন হয় ?
৪। কে খুন করে ?
এই রহস্য শেষ পর্যন্ত ধরে রাখা হয়। ১ ও ৩ নাম্বার প্রশ্নের উত্তর আগে ভাগেই আন্দাজ করতে পারলেও ২ ও ৪ নাম্বার একেবারেই অপ্রত্যাশিত ছিল।
// Nicole Kidman এর প্রচুর নগ্ন সিন আছে সিরিজে তাই সাবধানে দেখবেন //
রেটিং ৮/১০
Mindhunter
প্রেক্ষাপটঃ ১৯৭৭ সাল
গল্পের মূল পয়েন্টঃ সিরিয়াল কিলিং, FBI (criminal psychology unit )
কাদের এই সিরিজ ভালো লাগবেঃ true detective যাদের ভালো লেগেছে।
সতর্কতাঃ নগ্নতা, সেক্স আছে
ট্রেলার https://www.youtube.com/watch?v=7gZCfRD_zWE
সিজন ১ চরম হয়েছে। পরের সিজন দেখার অধির অপেক্ষায় থাকলাম।
রেটিং ৯/১০
Loch Ness // ৬ পর্বের মিনি সিরিজ
লোকেশনঃ Highland, Scotland
মূল থীমঃ এক সিরিয়াল কিলার ধরা
Scotland এর এক গ্রামে এক হত্যাকাণ্ড হয়। লাশের শরীর থেকে কিছু পার্ট কেটে বের করা হয়। এই ঘটনায় শহর হতে পুলিশের অভিজ্ঞ এক দল আসে। তারা বের করে যে, এটাই প্রথম হত্যাকাণ্ড না। এটা সিরিয়াল কিলিং। শুরু হয় গ্রামে গোয়েন্দা অভিযান।
রেটিংঃ আমি দেব না। কারণ সিরিয়াল কিলিং নিয়ে মুভি বা টিভি সিরিজ কে আমি ওভার রেটিং করি ।
ট্রেলারঃ
IMDB: http://www.imdb.com/title/tt6734482
http://1337x.to/search/Loch+Ness+ettv/1/
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
০.০৯০২৪৯০৬১৫৮৪৪৭৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৪৫৬৯৩৩২৮৯৬৫৬ টি কোয়েরী চলেছে