টপিকঃ ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

আশা করছি কুশলে আছেন। আমি মেমরি কার্ড কেনার ব্যাপারে সাহায্য চাইছি। আমার বর্তমানে ১২৮ গিগা কার্ডের দরকার পড়ছে।   

  প্রথমে কেউ জানান আসল অব্যবহৃত নতুনের  দাম কেমন? কোন ব্র্যান্ড ব্যবহার ভাল হবে?

দ্বিতীয়ত, যদি পুরোনো কিনি সেক্ষেত্রে কোথা থেকে কেনা ভালো হবে? দাম কেমন হবে?

তৃতীয়ত, কম বেশি  এমন কিছু দোকান সব জায়গায় থাকে যেখানে নন ব্র্যান্ডেড ( যদিও গায়ে স্যামসাঙ, স্যাণ্ডডিস্ক লেখা থাকে) কিছু কম কোয়ালিটির মধ্যম পারফরমেন্সের কার্ড বিক্রি হয়। বেশিরভাগ সময়েই মোটামুটি কম খরচেই কেনাকাটা করা যায়। ( বেশ অনেক আগে আমি  এরকম ১৬ জিবি মেমরি কার্ড কিনেছিলাম ৩০০ টাকার মত খরচ করে। সেসময় আমাজনে আসল ১৬ জিবির দাম ছিল এর দ্বিগুণ। তবে অবশ্যই, ঐ কার্ডটি বেশ স্লো, খারাপ পারফরমেন্স দিচ্ছিল। আমি এত আশাও করছিলাম না।)  যারা এরকম ১২৮ গিগার জন্য বাজারদর জানেন, দাম জানালে সুবিধা হতো।

চট করেই মোবাইলের স্টোরেজ বাড়ানো জরুরি হয়ে পড়ল। ভালো মানের কার্ড পাওয়া দরকার বটে। তবে দামটাও আমাকে দেখে চলা লাগছে। সেকারণে পুরোনো ব্যবহৃত কার্ড যদি পাই বোধ হয় আগ্রহী হব। আর একান্ত দাম মান কোনোটা সামলানো না গেলে তৃতীয়টাই হয়তো একমাত্র অপশন।

দয়াপরবশ হয়ে দাম জানালে / পরামর্শ দিলে উপকৃত হব। অগ্রিম কৃতজ্ঞতা।

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

আগে দেখেন আপনার মোবাইল এটা সাপোর্ট করে কিনা  hmm

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

সহযোগিতা করার মতো কেউ কি নেই?

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

মোবাইলের মডেল নাম্বার কি ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

সর্বশেষ সম্পাদনা করেছেন রেজওয়ানুর (০৯-০৭-২০১৭ ১৫:২৮)

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

Expansion card slot supports microSD™ memory card for up to 64GB additional storage (card not included)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই

@রেজওয়ানুর ভাই, কিঞ্চিত গুগল করিয়া দেখিলাম এই ফোন ১২৮ জিবি সাপোর্ট করে। সম্ভবত Class 10 SDXC যত জিবিই হোক সাপোর্ট করবে।

আর ব্র্যান্ডের ১২৮ জিবি ~৫০০০ পড়বে। অনলাইনে এগুলোর দাম ~৫০ ডলার। মার্কেটে হয়ত কিছু কমে পাওয়া যাবে। চায়নীজ ননব্র্যাণ্ডগুলো এরাউন্ড ২৫ ডলার অনলাইনে। সুতরাং সেগুলো ২৫০০ এর কাছাকাছি দাম হবে বাজারে। একদিন মাল্টিপ্ল্যান/আইডিবি বা যেকোন মার্কেটে ১০-১৫ মিনিট ঘুরলেই আইডিয়া পাওয়া যাবে।
ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড কেনার চেয়ে নন ব্র্যান্ড নতুন কেনা ভালো।

Re: ১২৮ গিগা মেমরি কার্ড কেনার ব্যাপারে তথ্য / পরামর্শ চাই