টপিকঃ আমি আমার পূর্বে লিখিত কিছু পোস্ট ডিলিট করতে চাই। কিভাবে করবো?
আমি আমার পূর্বে লিখিত কিছু পোস্ট ডিলিট করতে চাই। কিভাবে করবো? এডমিন, মডারেটর, এডিটর কারো কাছে কিভাবে আমার লিখিত পোস্ট ডিলিটের আবেদন করবো? কোন উপায় কি নেই?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » আমি আমার পূর্বে লিখিত কিছু পোস্ট ডিলিট করতে চাই। কিভাবে করবো?
আমি আমার পূর্বে লিখিত কিছু পোস্ট ডিলিট করতে চাই। কিভাবে করবো? এডমিন, মডারেটর, এডিটর কারো কাছে কিভাবে আমার লিখিত পোস্ট ডিলিটের আবেদন করবো? কোন উপায় কি নেই?
যেসব টপিক/ পোষ্ট ডিলেট করতে চান, সেসব টপিক/পোষ্টের নিচের অভিযোগ বাটনে ক্লিক করে তা মুছে ফেলার আবেদন করুন, সাথে কেন মুছে ফেলতে চান, এককথায় তার কারন লিখে দিন।
যেসব টপিক/ পোষ্ট ডিলেট করতে চান, সেসব টপিক/পোষ্টের নিচের অভিযোগ বাটনে ক্লিক করে তা মুছে ফেলার আবেদন করুন, সাথে কেন মুছে ফেলতে চান, এককথায় তার কারন লিখে দিন।
মেহেদী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার বেশ কিছু টপিক আমি ট্রাশে সরিয়ে নিলাম। যখন টপিকগুলো করেছেন তখনও স্বদ্যোগে কিছু টপিক আমি ট্রাশে সরিয়ে ছিলাম।
এমন কিছু কখনই শেয়ার করবেন না যা কখনো আপনার/ আপনার পরিবারের ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ
আপনার বেশ কিছু টপিক আমি ট্রাশে সরিয়ে নিলাম। যখন টপিকগুলো করেছেন তখনও স্বদ্যোগে কিছু টপিক আমি ট্রাশে সরিয়ে ছিলাম।
এমন কিছু কখনই শেয়ার করবেন না যা কখনো আপনার/ আপনার পরিবারের ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ
Thanks a lot. ইলিয়াস ভাই, আপনি আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সমস্যাগুলি বুঝতে পেরেছেন। কিন্তু কিছু কথা থেকে যাচ্ছে,
১। ট্র্যাশে সরানো হয়েছে মানে কি আমার পোস্ট শুধু আমি ই দেখতে পাবো? অন্যরা পাবে না? ( যেটি আমি চাইছি, অথবা ডিলিট করা হোক)
২। আমার আরও চার - পাঁচটি পোস্ট এখনো ডিলিট করা হয়নি, কিন্তু করা দরকার। আমি অভিযোগ করছি আজকেই আশা করি আপনি বা অন্যান্য এডমিন / মডারেটরগন পদক্ষেপ নেবেন।
ট্রাশে মানে কেউ দেখতে পাবে না।
আপনার আর কোন টপিক ট্রাশে নেয়া সম্ভব না। আপনি ট্রাশের নেয়ার অনুরোধ আর না করলেই ভাল হয়।
ট্রাশে মানে কেউ দেখতে পাবে না।
আপনার আর কোন টপিক ট্রাশে নেয়া সম্ভব না। আপনি ট্রাশের নেয়ার অনুরোধ আর না করলেই ভাল হয়।
আপনার লেখা পড়ে বড় দুঃখ পেলাম, ইলিয়াস ভাই। আমি কেন আমার পোস্ট এডিট, ডিলিট করবার ক্ষমতা রাখি না। জানি না অন্যান্য ফোরামেও একই টার্মস এন্ড কন্ডিশন কিনা? আমার ধারনা ছিলো প্রজন্ম ফোরামের ব্যবহারকারী নীতিমালা উদার এবং স্বাধীন মতকেই সমর্থন করে।
===
একটি অনুযোগঃ লিখলাম আমি কষ্ট করে আর আমার কপিরাইটেড পোস্ট গুলির উপর যেন একচ্ছত্র মালিকানা হয়ে গেলো এই পানবিবি পরিচালিত ফোরামের এডমিন / মডারেটর / এডিটরদের!
দুঃখ পেলাম।
নিয়মাবলী পেজের ৫ নম্বর নিয়ম দ্রষ্টব্য।
আরেকটা বিষয় হলো, এটা পাবলিক ফোরাম, পার্সোনাল ব্লগ নয়। পাবলিক প্ল্যাটফর্ম গুলোতে কখনোই নিজের লেখা আর নিজের থাকে বলে মনে হয় না। সেরকম নিয়ন্ত্রণ চাইলে নিজের পার্সোনাল ব্লগে লেখাটা বেটার।
ইলিয়াস ভাই আমার বিষয়টাও দেখবেন, আমিও ঝামেলায় আছি, বউ এর হাতে যেকোনো সময় মাইর খাওয়ার মত একটা পোস্ট আছে আশা করি আপনি দেখলেই বুঝতে পারবেন, আবার বাংলা বানান এ এতটাই ভুল যে যেকোনো সময় মুরাদ টাকলার কবার ফটো হয়ে যেতে পারি
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » আমি আমার পূর্বে লিখিত কিছু পোস্ট ডিলিট করতে চাই। কিভাবে করবো?
০.০৬৩৩৬৭৮৪৩৬২৭৯৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৯৯২৩৮৮১৬৪৮২৬ টি কোয়েরী চলেছে