টপিকঃ ইউরোপে চাকুরী নিয়ে যাওয়ার পরামর্শ প্রয়োজন
আমার এক বন্ধু বিদেশে যেতে চাচ্ছে। পড়াশোনা নয়, জবের উদ্দেশ্যে। সে বুঝতে পারছেনা কিভাবে কি করতে হবে। অভিজ্ঞদের সাহায্য দরকার।
বন্ধুটি ব্যাচেলর করেছে ইইই তে, এআইইউবি থেকে; বর্তমানে System Support - Data Center & Infrastructure পোস্টে কাজ করছে। এখানে তার অভিজ্ঞতা প্রায় ৩ বছরের। পূ্র্বে Sales & Service Support এ কাজ করতো, পাওয়ার ইকুইপমেন্টের কাজ।
তার লক্ষ্য ইউরোপ বা নিউজিল্যান্ড। কিভাবে এগুতে হবে জানা তার খুব দরকার। আশা করি পরামর্শ পাব।