টপিকঃ 502 bad gateway error
কিছু কিছু টপিক ওপেন করতে গেলে 502 bad gateway error শো করছে। শুধু মাত্র আমারই শো করছে না, কয়েকজন ফোরামিকের এই সমস্যাটা হচ্ছে, আমি চেক করেছিলাম। আমার যেমন https://forum.projanmo.com/topic54800.html এই লিংকটা ওপেন হতে সমস্যা হচ্ছে। এডমিন/মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি বিষয়টি একটু দেখবেন।