টপিকঃ এপিগ্রাম ইন “অ্যাম্পেয়ার অব দ্য মোঘল : রাইডারস ফ্রম দ্য নর্থ”
বইয়ের নাম : অ্যাম্পেয়ার অব দ্য মোঘল : রাইডারস ফ্রম দ্য নর্থ
মূল লেখক : অ্যালেক্স রাদারফোর্ড
অনুবাদক : সাদেকুল আহসান কল্লোল।
লেখার ধরন : ঐতিহাসিক উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা : ৪৪০
বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম লেখা আছে আমার কাছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল আজকের এই উপন্যাসের এপিগ্রাম সমুহ।
=========================================================================
১। একজন বিজয়ীর সামনে কোন কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।
২। ঈশ্বর চান না যে মানুষ সব সময় তার নিয়তির কথা জানতে পারুক।
৩। যাদের কোন উচ্চাকাঙ্ক্ষা নেই এমন লোকদের থেকে সাবধান, ব্যাপারটা অস্বাভাবিক।
৪। অভিজ্ঞতাকে অবশ্যই সাহস, ধৈর্য ও উচ্চাশার সাথে সমন্বয় করতে হয়।
৫। পরাজয়ে দুর্বলতা থাকে না। দুর্বলতা লুকিয়ে থাকে হতাশার ভিতরে।
৬। শক্তি দিয়ে যেটা কাবু করা যায় না, ছলনায় সেটা সহজেই আয়ত্তে নেয়া যায়।
৭। জীবন অনেক বেশী জটিল।
৮। উচ্চাকাঙ্ক্ষা যোগ্যতার সীমা অতিক্রম করতে নেই।
৯। বেহেস্তে বাস করে বাড়ির জন্য মন কেমন করলে কি করা যায়!
১০। নিয়তি যা নির্ধারিত করে রেখেছে তাই আমাদের মেনে নিতে হয়।
১১। সুযোগ নেবার সাহস যার নেই বুড়ো বয়স পর্যন্ত সে তার জন্য আপসোস করবে।
১২। বেঁচে থাকা আর তারুণ্যের চেয়ে মঙ্গলময় আর কিছুই হতে পারে না।
১৩। কালো রঙ্গের মেঘ গর্ভবতী মেয়ের মত পেট ভরতি বৃষ্টি নিয়ে মাথার উপর ঝুলে আছে।
১৪। সব মানুষই চায় পৃথিবীর বুকে নিজের ছাপ রেখে যেতে।
১৫। একজন মানুষের সামনে সবসময়ই বেছে নেবার সুযোগ থাকে।
১৬। আগামী কালের গর্ভে কি আছে তা অজানা।
১৭। মহত্তের স্বপ্ন দেখা সহজ কিন্তু তা বাস্তবায়ন করা কঠিন।
১৮। টাকা খুব দ্রুত আনুগত্যের পরিবর্তন ঘটাতে পারে।
আগামীতে আবার কোনো বইয়ের এপিগ্রাম নিয়ে হাজির হবো।