টপিকঃ Symphony v47 Android Nougat v7.0 version রুট করতে পারছি না কোন ভাবেই!

Symphony v47 Android Nougat v7.0 version রুট করতে পারছি না কোন ভাবেই! আমি রুট করে সেভ করা ওয়াই ফাই পাসওয়ার্ড বের করতে চাই।  পিসি ব্যতিত করতে চাই। kingoroot. rootking সহ নানা রকম এপস লাগিয়েছি কাজ হয় না।  আবরা রিকভারি মুডও হয় না। ভলিউম আপ+পাওয়ার বাটন চেপেছি কাজ হয় না।  কেউ হেল্প করেন প্লিজ।

Re: Symphony v47 Android Nougat v7.0 version রুট করতে পারছি না কোন ভাবেই!

সিম্ফিনীর মোবাইল গুলো রূট করা খুব ঝামেলার

সর্বশেষ সম্পাদনা করেছেন নীল আকাশ (০৫-০৬-২০১৭ ১৪:০৯)

Re: Symphony v47 Android Nougat v7.0 version রুট করতে পারছি না কোন ভাবেই!

আজকালকার মোবাইল রিপেয়ারের দোকানদাররা রুট, রম পরিবর্তন সবই করে থাকে। ঝামেলা কমাতে চাইলে বেটার হয় দোকানগুলোই ট্রাই দিয়ে দেখা।

আর যদি পিসি থাকে তাহলে -
ধারনা করছি মন্ডটেক দেয়া। অতএব Sp Flash Tools দিয়ে কাস্টম রিকোভারি ফ্লাশ করে দেখতে পারেন। (যদি কাস্টম রিকোভারি থাকে। নাইলে প্যারা নিয়ে কাস্টম রিকোভারি port করে নিতে হবে।) অথবা যদি কোন প্রিরুটেড ন্যুগাড কাস্টম রম থাকে। তাহলে সেটি ও ফ্লাশ করতে পারেন।
যদি ফাস্ট-বুট দিয়ে করতে পারতেন তাহলে সবচেয়ে সহজ হতো।

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: Symphony v47 Android Nougat v7.0 version রুট করতে পারছি না কোন ভাবেই!

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত