টপিকঃ হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

আমি গত ৪ মাস ধরে মারিজুয়ানায় মারাত্মক ভাবে আসক্ত। আগে একটু আকটু নিতাম,কিন্তু গত কয়েক মাস নিয়মিত সেবন করছি। এখন আমি নিজেই সিরিয়াল হয়ে গেছি এটা ছেড়ে দিতে,কয়েক দিন চেষ্টা করেছি না সেবন করতে। কিন্তু ওই কয়েকদিন আমার রাতে ঘুম হয় নাই। এখন এমন অবস্থা হয়েছে আমি রাতে ডিপ স্লিপ হওয়ার জন্য হলেও এটা নিতে হয়। আর আমি এটা নেই বং এ করে (কাচের টিউপ জাতীয় জয়েন্ট)।অনেকেই বলে মারিজুয়ানা ভাল এটা কোন ক্ষতি করে না এই কথা কত কত টুকু সত্য? আর কিভাবে এটা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো? sad

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

sad sad মনটা খারাপ হয়ে গেলো। অ্যাডিকশন কাটানোর জন্যে যতদুর জানি ঔষধ আছে। সিগারেটের নেশা কাটানোর ঔষধের মতন। ইনভারব্রাস ভাই থাকলে ভালো পরামর্শ দিতে পারতেন ।

রাবনে বানাদি ভুড়ি :-(

সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (০৪-০৩-২০১৭ ২২:৫৩)

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

দুঃখজনক sad
যতটুকু জানি সুস্থ মানুষের জন্য পটের(মারিজুয়ানা) কোন উপকারীতা নেই। বরং এটা ব্রেইনের ফাংশনালিটিতে বিভিন্ন এ্যাবনরমালিটি ক্রিয়েট করে যার ফলে আপনার বিভিন্ন রকমের মানসিক সমস্যা দেখা দিবে।

যাইহোক যা হবার তাতো হয়েই গেছে। ঠিক কি মনে করে ড্রাগস নেওয়া শুরু করেছিলেন জানিনা তবে আশা করব সেই কারনগুলো(যেমন বন্ধুবান্ধব, হতাশা...ইত্যাদী) জীবন থেকে বাদ দিয়ে নিজেকে ফিরিয়ে আনতে পারবেন। চেস্টা করলে অবশ্যই পারবেন। দেশের বাইরে আছেন, এখন আপনার ফ্যামিলি যদি এসব জানতে পারে তবে তারা কতটা কস্ট পাবে সেটা ভেবে হলেও যতভাবে সম্ভব চেস্টা করুন। শুভকামনা রইলো আপনার জন্য।

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

মানুষ চেষ্টা করলে সবই পারে

আল্লাহ যেনো আপনাকে সেই ধৈর্য্য শক্তি দেন দোয়া করি

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

যে কোন ও ধরনের নেশাই আসক্তি ছাড়ানোর একমাত্র উপায় হচ্ছে " স্বদিচ্ছা " । নিজে উদ্যেগি না হলে এক্ষেত্রে উপরওয়ালা লোক পাঠিয়ে ও আপনাকে ছাড়ানো যাবে না তবে মাত্র চারমাসেই আপনি নিজেকে যেই লেভেলের এডিক্যাটক্ট বলছেন আমার সন্দেহ হচ্ছে কি লেভেলের খাওয়া আপ্নি খেয়েছেন  surprised

নিজের প্রসংগে বলি আমি নিজেই মারজুয়ানা এডিটেক্ট তবে আমি নিজেকে এডিটেক্ট বলব না কারন আমি আমার ইচ্ছাটাকে এমন লেভেলে নিয়ে গেছি যে খেতে ইচ্ছে হলে খাবো না হলে না । আমার সাথে ৩০ বছর ২৫ বছরের মারজুয়ানা খাওয়ার লোক আছে যাদের আমি এমন দেখি নাই যে খেতেই হবে তারা সপ্তাহে একটা বা দুইটা সিগার খাবে ব্যাস । আমাদের খাওয়ার লেভেল এতই অল্প যে সেই আগের ক্লাসিক লেভেল ই আছি এবং ইচ্ছা করেই কারন একবার কোন ও নেশা পেয়ে বসলে ছাড়ানো মুশকিল । আপ্নি ঠুস করেই ছাড়তে পারবেন না একটা টেকনিক শুরু করে দেন যেমন দুইদিনে ৩/৪ টা টান খাইলেন রাতে ঘুমানোর আগে তারপর এই প্রসেসটা আরেকটূ দীর্ঘ করে ফেলেন সপ্তাহে একদিন আস্তে আস্তে কেটে যাবে আর হ্যা স্মোকিং লেভেল পারলে নাই করে ফেলেন এক্ষেত্রে ব্র্যান্ড চেঞ্জ করে ফেলতে পারেন যেমন লো কিছু যেগুলো দুই একটা টান দিলেই আর খেতে ইচ্ছা করবে না এরকম । সারাদিনে সিগারেট না খেয়ে আস্তে আস্তে ৩/৪ দিন পরে রাতে একটা বা চারটা মারজুয়ানা টান দিয়ে শুয়ে থাকুন । কাচের টিউব বাদ দিয়ে মিক্সার খান পারলে আস্তে আস্তে মিস্কার বাড়ায়ে দেন এতে আসক্তি থাকলে ও নেশাটা কম হবে , এভাবে করতে পারলে কমে যাবে । আমার এক বড় ভাই ড্রাগ এডিক্ট এবং উনি নামকরা রিহ্যাব এ থেকে ও আজ এত বৎসর পর ও নেশাটা ছাড়তে পারছে না কিন্তু উনি সেই হিরোইন লেভেল বাদ দিয়ে আজ সপ্তাহে মারজুয়ানাতে চলে এসেছেন আমি অবশ্য এটাকে পজিটিভ ই বলবো । আরো ফ্যাঙ্কলি কিছু ডিসকাস করার জন্য এববিতে নক দিতে পারনে । থ্যাঙ্কস এন্ড উইশ ইউ গুড লাক  thumbs_up

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

দৃঢ় মনোবল না থাকলে ওসব আসক্তিতে না যাওয়াটাই ভাল। আপনি নিজেকে বোঝান। যেহেতু খারাপের ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছেন, এটা একটা ভাল লক্ষণ। আপনি বোধহয় একেবারে রসাতলে যান নি। চেষ্টা করুন ধীরে ধীরে নেশাটাকে হ্রাস করে ফেলতে। শুভকামনা থাকল।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

ইচ্ছাটাই এখানে আসল।
যেকোনো নেশা ছাড়তে হলে কষ্ট করতে হবেই। শারীরিক কষ্ট যা হবে, মানসিক কষ্ট তার চেয়ে ১০ গুণ বেশি হবে। তারপরেও মুক্ত হতে পারলে, শান্তি।

১১

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

দুঃখ পাইলাম তপু ভাই sad এসব নেশা কোন দিনই উপকার বয়ে আনে না। যেকোন প্রকার নেশাই শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন নীল আকাশ (০৩-০৬-২০১৭ ১৩:১৭)

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

আপনি কোন হোমিও ডাঃ এর পরামর্শ নিতে পারেন। একটা বইয়ে দেখেছিলাম নেশা থেকে মুক্তি পেতে কিছু ঔষদ আছে। আল্লাহ আপনার সহায় হোক।

১৪

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?

আমার মনে হয়  পরিবারের সাথে সময় কাটানো ও নেশা মুক্তির একটি বড় উপায়
শুভ কামনা রইল আপনার জন্য smile

ডিজিটাল বাংলাদেশে ত আর সাক্ষরের নিয়ম চালু নাই।সবটায় দেখি বায়োমেট্রিক।তাই আর সাক্ষর দিতে পারলাম না।দুঃখিত।

১৫

Re: হেল্প পোস্ট মারিজুয়ানা বা গাঞ্জা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকার?