Re: ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
২০১৪ সালে আইসা mpeg ফরমেট দিয়া কি করবেন ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
২০১৪ সালে আইসা mpeg ফরমেট দিয়া কি করবেন ?
গুড কেশ্চেন...... আমার টিভিতে ইউএসবিতে কানেক্ট দিলে শুধু এমপিইজিই সাপোটর্ করে(এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধান করার সময় পাইনি)। তাই পোলার সব কাটুনর্ চিন্তা করছি আলাদা একটা ইউএসবিতে দিয়া টিভিতে লাগাইয়া দিমু
আমার অন্য ডিভাইসগুলো ওর নিযর্াতন থেকে একটু রেহাই পাবে।
তাই পোলার সব কাটুনর্ চিন্তা করছি আলাদা একটা ইউএসবিতে দিয়া টিভিতে লাগাইয়া দিমু
আহা! একটা আইপ্যাডই দিয়া দেন ছেলেরে। কয়দিন পরে এমনিতেও দিতে হবে।
আমার টিভিতে ইউএসবিতে কানেক্ট দিলে শুধু এমপিইজিই সাপোটর্ করে
টিভি কুন সালে কিনছিলেন?
আহা! একটা আইপ্যাডই দিয়া দেন ছেলেরে।
আর কইয়েননা....অলরেডি উনার একখান আইপ্যাড এয়ার ৪তলার জানলা দিয়া ফালাইয়া ভবলীলা সাঙ্গ করছে.... এখন তার মায়েরটা জবর দখল করার পায়তারা করতাছে........
টিভি কুন সালে কিনছিলেন?
টিভিতো ২০১২-২০১৩তে কেনা.....কিন্তু ইউএসবি দিয়া ভিডিও ফাইল এমপিইজি-১,২ ছাড়া আর কিছু সাপোটর্ করেনা....।
গতকাল এল ক্যাপিটানে আপগ্রেড করলাম! সবকিছু ঠিক মতই চলছে।
তবে নতুন এই এসএফ ফন্টে অভ্যস্ত হতে একটু সময় লাগবে মনে হচ্ছে!
গতকাল এল ক্যাপিটানে আপগ্রেড করলাম!
Welcome to last "OS X" at last
নতুন করে ১০.৯ সেটা এর ফলে সমস্যা হচ্ছে, থামনেইল আসছে না।
আগে ছোট আকারে আসত এমনকি ভিডিও চলত
নতুন করে ১০.৯ সেটা এর ফলে সমস্যা হচ্ছে, থামনেইল আসছে না।
https://discussions.apple.com/thread/5807262?tstart=0
finder ঝামেলা করতেছে। খালি ঘুরে আর ঘুরে। ব্যর ফাইল copy করতে গেলে এই সমস্যা হচ্ছে।
কোন সমাধান ???
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
০.০৫২৩৪২৮৯১৬৯৩১১৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.৬০২৬৩৪২১১২২২ টি কোয়েরী চলেছে