Re: সম্প্রতি কী মুভি দেখলেন?
টরেন্ট এখন বাহুবলী-ময়
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী মুভি দেখলেন?
টরেন্ট এখন বাহুবলী-ময়
ডাউনলোড করেও কোয়ালিটি দেখেই ডিলিট মারছি। DVDSCR আসার আগে আর দেখব না।
Baahubali 2: The Conclusion (2017) - বাহুবালী ২ , বেশ ভালো লাগলো। পার্সোনাল রেটিং ৮.৫/১০
কাটাপ্পা কেন বাহুবলী কে হত্যা করলো সেটাই তো বললেন না !!
দ্যা ডেডলক লিখেছেন:টরেন্ট এখন বাহুবলী-ময়
ডাউনলোড করেও কোয়ালিটি দেখেই ডিলিট মারছি। DVDSCR আসার আগে আর দেখব না।
আমি Bluray আসার আগে দেখব না।
ছায়ামানব লিখেছেন:ডাউনলোড করেও কোয়ালিটি দেখেই ডিলিট মারছি। DVDSCR আসার আগে আর দেখব না।
আমি Bluray আসার আগে দেখব না।
নাহ আমার কোয়ালিটি নিয়ে এত রিজার্ভেশন নেই। মুভি ফুল রানটাইমের হলে, ভিডিও আর অডিও পরিস্কারভাবে বোঝা গেলেই হইলো। তবে কালেকশনে এ্যাড করার জন্য অবশ্যই ডিভিডি/ব্লুরে/ওয়েব রীপ হওয়া বাঞ্চনীয়
James McAvoy ভয়াবহ রকমের ভালো অভিনয় করেছে Split (2016) মুভিতে। মুভির রেটিং ৯/১০
শ্যামলা লা্য়ন ব্যাটার মুভি দেখলে মনে হয় কেমন যানি কিছু একটা নাই নাই। কি যে নাই সেটাই বুঝিনা।
ম্যাকভয় এর অভিনয় চরম ছিলো।
মুভির শেষে টুইস্ট রাখাই তার সিগনেচার!
এই টুইস্টটা মুভির সাথে কানেক্টেড টুইস্ট না
কাটাপ্পা কেন বাহুবলী কে হত্যা করলো সেটাই তো বললেন না !!
এইটা বলা যাবেনা। কষ্ট করে দেখে ফেলেন, খারাপ লাগবেনা।
বাহুবলির ভুল সিদ্ধান্তে কাটাপ্পার ছেলে যুদ্ধে মারা যায়। তাই কাটাপ্পা বাহুবলিকে হত্যা করে
বাহুবলির ভুল সিদ্ধান্তে কাটাপ্পার ছেলে যুদ্ধে মারা যায়। তাই কাটাপ্পা বাহুবলিকে হত্যা করে
থিওরি হিসেবে ভালো , কিন্তু ঠিক নাহ ।
অনেকদিন বাদে একটা ভালো মুভি দেখলাম। স্বয়েতা তিওয়ারি এবং চাড্ডার অসাধারণ অভিনয়
ভালো মুভিগুলো কেন যেন প্রচার পায়না
Four lives intersect along the Ganges: a low caste boy hopelessly in love, a daughter ridden with guilt of a sexual encounter ending in a tragedy, a hapless father with fading morality, and a spirited child yearning for a family, long to escape the moral constructs of a small-town.
Two stories- one involving a father-daughter tormented by the orthodox architecture of a small-town, another following the musings of a young couple from different castes, meander along the shores of the Ganges, as the river of life touches them in different ways, destined to coalesce at the Sangam Allahabad.
অসাধারণ একটা মুভি। ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্স আর পিচ্চির মধ্যকার মামা-ভাগ্নির অসাধারণ কেমিস্ট্রি। স্রেফ অসাধারণ।
আইএমডিবিঃ ৭.৮/১০
ব্যক্তিগতঃ মাস্ট-ওয়াচ।
আগেরটার মতন এইটাও অসাধারণ। সালমান খানের টিউবলাইট মুভি এটার অফিসিয়াল হিন্দী অ্যাডাপটেশন। কিন্তু এই মুভিটা দেখবেন শুধুমাত্র বাবার প্রতি এক পিচ্চির মমতা আর তাকে ফিরে পাবার জন্যে সে কি কি করে তা অসাধারণ অভিনয় চিত্রায়ণের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা দেখার জন্যে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর।
আইএমডিবিঃ ৭.৪/১০
ব্যক্তিগতঃ মাস্ট-ওয়াচ।
সাইফাই মুভি। আমার ধারণা এই মুভি প্রডিউসার বা কাহিনীকারদের মধ্যে রেলিয়ান অ্যাক্টিভিটিস আছে।
আইএমডিবিঃ ৭/১০
ব্যক্তিগতঃ বিরক্তিকর। চার্লিজ থেরনের জন্যে দেখতে বসেছিলাম। পুরো মুভি জুড়েই উনি আছেন, তবে অল্প অল্প করে। বেকুবের মতন দেখতে আরেক মহিলা হচ্ছে নায়িকা।
[
সাইফাই মুভি। আমার ধারণা এই মুভি প্রডিউসার বা কাহিনীকারদের মধ্যে রেলিয়ান অ্যাক্টিভিটিস আছে।
আইএমডিবিঃ ৭/১০
ব্যক্তিগতঃ বিরক্তিকর। চার্লিজ থেরনের জন্যে দেখতে বসেছিলাম। পুরো মুভি জুড়েই উনি আছেন, তবে অল্প অল্প করে। বেকুবের মতন দেখতে আরেক মহিলা হচ্ছে নায়িকা।
প্রমিথিউস দেখতে হলে এলিয়েন সিরিজ সম্পর্কে খুব ভাল একটা ধারণা নিতে হবে। তারপর এটা দেখতে হবে।
[
আমার ধারণা এই মুভি প্রডিউসার বা কাহিনীকারদের মধ্যে রেলিয়ান অ্যাক্টিভিটিস আছে।
খুব একটা ভুল ধারণা নয়। এটা মূলত এইচ.পি.লাভক্র্যাফ্ট (আমার অত্যন্ত পছন্দের লেখক, হাল আমলের স্টিফেন কিংদের গুরু উনি) এর At the mountains of madness (এটা সুপ্রাচীন নভচারী ধারণার জনপ্রিয়তায় প্রভাব রেখেছে) এর অ্যাডাপটেশন। অ্যান্টার্টিকার বদলে কয়েক আলোকবর্ষ দূরের অজানা কোন জায়গা। At the mountains of madness আদতে আমার আরেক পছন্দের লেখক এডগার অ্যালান পো'র (লাভক্র্যাফ্ট উনার দ্বারা বহুলাংশে প্রভাবিত) Narrative of Arthur Gordon Pym of Nantucket এর সিকুয়েল। পিমের বর্ণনায়
And there arose in our pathway a shrouded human figure, very far larger in proportion than any dweller among men. And the hue of the skin of the figure was of the perfect whiteness of the snow
কিছু মিল পাচ্ছেন
At the mountains of madness এরও সিকুয়েল আছে Beyond the Mountains of Madness (অন্য লেখকের)। Alien: Covenant সেটার অ্যাডপটেশন কিনা সেটাই দেখার বিষয়।
যাই হোক 2001: A Space Odysseyতেও কিন্তু সুপ্রাচীন নভচারী ধারণার প্রচ্ছন্ন প্রভাব আছে।
গতকালকে দেখলাম। শাহরুখের এই মুভিটা ততটা হিটের তকমা পাই নি। তবে কাহিনী মোটামুটি ভালোই ছিলো।
ভালো লাগে নাই। আইমডিবিতে 7.3 রেটিং......
ফাউল, অবিশ্বাস্য ঘটনা নিয়ে ত্যানা পেচাইছে ...... রাউন্ড রাউন্ড এন্ড রাউন্ড
অভয় প্রথম আমাকে হতাশ করল
The Matchbreaker (2016 film) – ব্যক্তিগত রেটিং – ৬.৫/১০
American Ultra (2015 film) – ব্যক্তিগত রেটিং – ৬/১০
La La Land (2016 film) – ব্যক্তিগত রেটিং – ৭/১০
Be Cool (2005 film) – ব্যক্তিগত রেটিং – ৫.২৫/১০
Power Rangers (2017 film) – ব্যক্তিগত রেটিং – ৭/১০
Gold (2016 film) – ব্যক্তিগত রেটিং – ৬.৫/১০
Resident Evil: The Final Chapter (2016 film) – ব্যক্তিগত রেটিং – ৬/১০
The Space Between Us (2017 film) – ব্যক্তিগত রেটিং – ৬.৭৫/১০
The Fate of the Furious (2017 film) – ব্যক্তিগত রেটিং – ৬.৭৫/১০
xXx: Return of Xander Cage (2017 film) – ব্যক্তিগত রেটিং – ৫.৫/১০
Generated by mfdb!
John Wick: Chapter 2 আগেরটার চেয়ে অনেক চরম হয়েছে
নাহ! আগেরটা বেশি জোস ছিল! এইটার এন্ডিং টা সিক্যুয়েলের জন্য রেখে দিছে। তাই একটু ডিজএপয়েন্টেড হইছি।
District 9 এবং Chappie পরিচালক Neill Blomkamp এর নূতন সাই-ফাই শর্ট Rakka
দেখতে পারবেন ইউটিউবেই
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী মুভি দেখলেন?
০.৩২০৭৫৫০০৪৮৮২৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ২৫.২০৭৭১৪১৯০৫৭১ টি কোয়েরী চলেছে