টপিকঃ একটা আইডিয়া

মাথায় একটা আইডিয়া ঘুরতেসে। হয়ত পুরাই ভুয়া। হয়ত কিছু আছে।

বাংলাদেশে হোটেল বুকিং এর কোন সাইট নাই। মানে বুকিং ডট কম এর মত। কতা যায় না? আমি টেক্নিক্যাল পার্ট কম বুঝি (বা বুঝি ই না)।

একই সাথে থাকতে পারে বাস, গাড়ি, সিনেমা, নাটক, ট্যাকক্সি, ট্রেন সব বুকিং।

কেউ কাজ করতে চাইলে আমাকে বলেন।

Re: একটা আইডিয়া

আইডিয়াটা দারুন, তবে ব্যয় সাপেক্ষ।