Re: সকালে খেতে পারিনা
সাইনুসাইটিসের ডকের কাছে গেসি ব্যাটা ক্রিমির ওষুধ আবার প্যারাসিটামল এসব দিসে। ভাবসে আমি হাবলা কিছু বুঝিনা
ডাক্তার আপনেরে হাবলা ভাবে নাই, আপনিই ডাক্তাররে হাবলা ভাবছেন। ব্যাটা হয়তো ঠিকই বুঝছে যে আপনার কোনও সমস্যা নাই।
যে এন্টি বায়োটিক দিসে ওইটা ১০ দিনের কোর্স। ওইটারে ১৫ দিন বানাইসে।
এন্টিবায়োটিকটার নামটা বলেন। একটু যাচাই করি।
আপনি হয়তো অনেক রাত পর্যন্ত জাগেন। ঘুম না পুরাতে সকালে এমন হচ্ছে।