টপিকঃ পোর্টেট
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » পোর্টেট
কে এইটা? চেনা চেনা লাগে ফেলিসিটি জোনস মনে হচ্ছে।
ভালো হয়েছে দাদা। কার ছবি?
ওয়াও ! ফিরে আসার পোস্টটা সেইরাম হয়েছে দাদা
ফাচেবুক বাদ দিয়ে ভালই হলো দেখচি
ভাল, ভাল। চালিয়ে যান।
ভালো হয়েছে দাদা। কার ছবি?
আমি নিজেও জানি না৷ ফ্রী স্টক ফটো খুঁজতে গিয়ে পেয়েছিলাম৷
সকলকে ধন্যবাদ৷
@ অনিকেত - ২০১৬ সাল আমার জন্য কেবল পাওয়ার বছর ছিল৷ দু-হাত ভরে সববব পেয়েছি৷ সববব৷ তাই জীবন থেকে অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি ভারসাম্য রাখার জন্য৷ কেবল ফেসবুক নয়৷ অনেকক কিছু৷
চেহারাটা খুব চেনা চেনা, কিন্তু ধইত্তে পারচিনা। জেনিফার লোপেজ?
আমি নিজেও জানি না৷ ফ্রী স্টক ফটো খুঁজতে গিয়ে পেয়েছিলাম৷
দাদা ফ্রী স্টক থেকেই নিয়মিত পোস্টাতে থাকুন। ধন্যবাদ।
ওয়েলকাম ব্যক দাদা
@ অনিকেত - ২০১৬ সাল আমার জন্য কেবল পাওয়ার বছর ছিল৷ দু-হাত ভরে সববব পেয়েছি৷ সববব৷ তাই জীবন থেকে অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি ভারসাম্য রাখার জন্য৷ কেবল ফেসবুক নয়৷ অনেকক কিছু৷
ও তাই বুঝি? ঐসবও পেয়েছেন নাকি? মানে বোঝেনই তো দুহাত ভরে পাবারই কথা। আপনার আবার হাত ছাড়া কোন কিছুই সম্ভব হয় না।
প্রজন্ম ফোরাম » চারুকলা » পোর্টেট
০.০৫১৯২১১২৯২২৬৬৮৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৫৬৮১৯৭৪৯০০৪৭ টি কোয়েরী চলেছে