টপিকঃ যুদ্ধ অর্ধেক জয় হয়ে যাবে

সফল মানুষের সফলতার গল্পের ৫০ ভাগ পরিশ্রম, ৩০ ভাগ আত্মবিশ্বাস, ২০ ভাগ ভাগ্য
আত্মবিশ্সাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কোনো কিছুতে ইন্সপায়ার্ড হই তারপরে কনফিডেন্স বৃদ্ধি করি এবং সর্বশেষ লক্ষের উদ্দেশ্যে মোটিভেটেড হই।

সারাটিজীবন আমরা রবার্ট ব্রুস এর সেই মাকড়সার কাহিনী শুনে বড়ো হলাম, ( অলওয়েজ রিএরেন্জ এ আসতো, সিউর ফুল মার্ক্স্   big_smile big_smile big_smile big_smile ) . রবার্ট ব্রুস, আত্মবিশ্সাস দ্বারা ৭ম বারের বার যুদ্ধে জয় লাভ করেন।

আত্মবিশ্সাস একটা কঠিন জিনিস। এটাকে পরশ পাথরের সাথে তুলনা করা যায়। ধরুন একটি নিম্নমধ্যবিত্ত ঘরের মেয়ে। তার কাছে তেমন একটা গহনা নেই। বলার মতো যা আছে তা হয়তো হাতেগোনা কয়েকটা কাঁচের চুরি, লাল টিপ্ আর নাকের নথ। কিন্তু আপনি যদি একবার তাকে বলেন ; " তোমাকে সাজলে অতিরিক্তি সুন্দর লাগে " তাহলে দেখবেন মেয়েটি সবসময় সেই লাল টিপ্ আর কাঁচের চুরি পরে সবসময় ঘোরাফেরা করবে। তারমানে মধ্যে আর সেই না পাওয়ার আক্ষেপটা থাকবেনা।
smile smile smile smile smile
আবার আরেকটি মেয়ের কথা ধরুন যার গায়ের রং বেশ কালো। যে নিজেকে নিয়ে বেশ সংকীর্ণতায় ভুগে সর্বদা। আপনি যদি তাকে একবার বলতে পারেন ;"তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে ", দেখবেন সেই মেয়ে একটু পর পর আয়নার সামনে যাবে আর মুচকি মুচকি হাসবে আর নিজের হাসি নিয়ে নিজেই নিজেকে প্রশংসা করবে।
smile smile smile smile smile

বাংলাদেশ ইংলেন্ড এর মদ্ধকার টেস্ট ম্যাচ। ইংল্যান্ড এর টার্গেট যেখানে ২৭২। ইংল্যান্ড ১০০ রানে ০ উইকেট। এই অবস্থায় বাংলাদেশ ব্রেক। হিসেবে আসে ১০ উইকেট এ ১৭২ লাগবে আর। আপনি একবার শুধু বাংলাদেশ এর প্লেয়ারদের কথা চিন্তা করুন ,তারা চা বিরতিতে চা খাওয়ার সময় নিজেদেরকে কি পরিমান বুস্ট আপ করেছিল যে বিরতি শেষেই ইংল্যান্ড ১৬৪ রানেই প্যাক আপ। আত্মবিশ্সাস ভাই আত্মবিশ্সাস। blushing blushing

কত ফুটবল ম্যাচ আছে যেখানে এক পক্ষ ৪-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ ৪-৫ গোলের পরাজয় নিয়ে বাড়ি ফিরে। প্রতিপক্ষের আত্মবিশ্সাস দেখসেন ? তারা কিন্তু খেলা ছেড়ে দেয়নাই , হাল ছারেনাই  tongue tongue

পরিচিত এক মেয়ে, পাবলিক এ পড়বেই। লক্ষ্য। মেডিকেল (সিট্ ৩২০০ ) হইলোনা। ঢাকা ভার্সিটি ক ইউনিট (সিট্ ১৬০০) হইলোনা। ঢাকা ভার্সিটি ঘ ইউনিট (সিট্ ১৪০০) হইলোনা। ডেন্টাল (সিট্ ৫০০) হইলোনা। ------------ হইলো কিসে জাহাঙ্গীরনগর , যেখানে সিট্ ২০০। surprised surprised surprised যেখানে কেউ আশা করেনাই, যেখানে সিট্ কম সেখানেই সে মাইরা দিসে। আত্মবিশ্সাস ভাই আত্মবিশ্সাস। নিজের ওপর আত্মবিশ্সাস থাকলে কি না সম্ভব ?  love love love love

নিজের ওপর সর্বদা আত্মবিশ্সাস রাখবেন। নিজেকে সম্মান দিবেন, যুদ্ধ অর্ধেক জয় হয়ে যাবে।
smile smile

Re: যুদ্ধ অর্ধেক জয় হয়ে যাবে

আপনার লেখাটা পড়ে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জেতার কাহিনী মনে পড়ে গেলো। ৩-০ তে পিছিয়ে হাফ টাইমে গেলো রিয়ালের মতন টিমের সাথে। সেকেন্ড হাফে ৩টা শোধ দিলো। টাই-ব্রেকারে গিয়ে জিতে গেলো! ঐ ফাইনালটাকে এখনো "ইস্তাম্বুল ম্যাজিক" নামে ডাকা হয়  love

রাবনে বানাদি ভুড়ি :-(