টপিকঃ পরিকল্পনার ভিড়ে হারানো স্বপ্নগুলো

স্বপ্ন এক জিনিস আর পরিকল্পনা অন্য জিনিস। স্বপ্ন দেখতে শুধু সাহসের প্রয়োজন। শক্তি বা সামর্থ্যের কোনো প্রয়োজন নেই। যদি স্বপ্ন দেখার জন্য যে যেই পর্যাপ্ত সাহস এর প্রয়োজন, তা যদি আপনার থাকে তবে সেই সাহসই আপনাকে স্বপ্ন পূরণের পর্যাপ্ত শক্তি ও সামর্থ্যের যোগান দিবে। স্বপ্ন হচ্ছে বাস্তবতার উর্ধে এক জগৎ। যদি স্বপ্ন দেখার আগে একবার বাস্তবতাকে ভাবতে হয় তাহলে এই জীবনে আর কোনো স্বপ্নই দেখা লাগবেনা। স্বপ্নহীন হয়ে সারাটাজীবন কাটিয়ে দিতে হবে। যেই ব্যক্তি / যেই বস্তু কে বাস্তবে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তার অভাব তো শুধুমাত্র স্বপ্নের মাধ্যমেই পূরণ করা যায়। বাস্তবতা মেনে নিয়ে নিজেকে শান্তনা দেওয়ার অপর নাম পরাজয় মেনে নেওয়া। যারা স্বপ্ন পূরণের চেষ্টা করার আগেই স্বপ্ন দেখা বন্ধ করে তারা কাঙাল।

আমি তাকে পায়নি , আমি তাকে পাচ্ছিনা। তার মানে এই না যে আমি তাকে পাবোনা। smile smile ( এই তাকে দ্বারা স্বপ্ন বোঝানো হয়েছে ) যদি আমি তার পিছনে লেগে থাকি তাহলে ইন শা আল্লাহ একদিন পাবো।

  smile smile smile
Well you only need the light when it's burning low
Only miss the sun when it starts to snow

love love

Re: পরিকল্পনার ভিড়ে হারানো স্বপ্নগুলো

স্বপ্ন মানুষকে বাচায়,, মানুষ স্বপ্ন নিয়ে বাচে।

Re: পরিকল্পনার ভিড়ে হারানো স্বপ্নগুলো

আশাই বাচে চাষা ।

Re: পরিকল্পনার ভিড়ে হারানো স্বপ্নগুলো

Well you only need the light when it's burning low
Only miss the sun when it starts to snow
Only know you  lover her,when you let her go!

Passengers

অসাধারন একটা গান।