টপিকঃ মতামত চাই

প্রজন্ম ফোরাম থেকে যেই ইমেইল গুলো যায়, সেগুলোর লিঙ্ক দেখতে অনেকটা এরকম।

http://t.projanmo.com/f/a/hwzz9TZ81Zkn_xY5quicJw~~/AAAoHgA~/RgRaE_xgP0EIAKwX0w-0i-NXA3NwY1gEAAAAFkGc2hhcmVkYQNuZXdgDTUyLjM4LjE5MS4yMTlCCgAC4MgyWPQ69nNSFm1vdS5zd2FybmExNUBnbWFpbC5jb20JUQQAAAAARBtodHRwczovL2ZvcnVtLnByb2phbm1vLmNvbS9HAnt9

(এই লিঙ্কটি কাজ করবে না)

প্রশ্ন হল আপানারা যখন এই লিঙ্ক দেখেন (বা প্রথম দেখেছেন) তখন কি এইখানে ক্লিক করতে দ্বিধা (hesitation) হয়েছিল?  কোনরকম দ্বিধা বা সন্দেহ হলে ১ম অপশন টি সিলেক্ট করুন।

(এটা একটা ট্র্যাকিং লিঙ্ক, কতজন এটাতে ক্লিক করে সেটা ট্রাক করা হয়; কিন্তু কোন বাক্তিগত তথ্য নয়)

Re: মতামত চাই

ইয়ে, অপশন কোথায়? দেখা যাচ্ছে না।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মতামত চাই

Re: মতামত চাই

এরকম কিম্ভূতকিমাকার লিংক দেখলে পিলে চমকে যাবারই কথা!   hehe

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মতামত চাই

আমি কখনো এরকম কোন লিংক দেখেছি বলে মনে পড়ে না ।

Re: মতামত চাই

আমি এরকম প্রথম দেখলাম। যদিও মেইলে কোন লিংক যায় কিনা আগে খেয়াল করি নি

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মতামত চাই

না, সন্দেহ হয়নি। চোখ বন্ধ করে ক্লিক করেছিলাম। এখনো করি। smile ভবিষ্যতেও করবো। tongue

Re: মতামত চাই

Re: মতামত চাই

আমি প্রথম দেখলাম।

১০

Re: মতামত চাই

ধন্যবাদ ।