টপিকঃ বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ- ২০১৬-২০১৭
আজ বাংলাদেশের সময় ভোর ৪টায় বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ- ২০১৬-২০১৭ শুরু হচ্ছে,
আজকের প্রথম ওয়ানডে ছাড়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যাথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।
প্রথম ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায় ও তানভীর হায়দার।