টপিকঃ এপিআই(API) বা Application Program Interface
এপিআই(API) কি ?
এএপিআই(API) বা Application Program Interface হচ্ছে সফটওয়্যার তৈরির জন্য রুটিনস, প্রোটকলস এবং বিভিন্ন টুলসের সমণ্বয় করা । অন্যভাবে বলা যায় , একটি প্রোগ্রামের সাথে অন্য একটি প্রোগ্রামের সমণ্বয় বা ডাটা আদান-প্রদান করা ।
এপিআই(API) এর প্রয়োজনীয়তা :
ধরুন আপনি একটা অ্যাপস তৈরি করলেন কিন্তু সেটা শুধুমাত্র একটি ডিভাইসে সাপোর্ট করে , তাহলে সেটি বেশি ইউজফুল হবে না । যদি আপনি আপসটি মাল্টিপল ডিভাইস বা আপারেটিং সিস্টেমের জন্য উপযোগী হয় তবেই সেটি অধিক ইউজফুল হবে ।
জনপ্রিয় এপিআই(API) সমূহ :
১) গুগল ম্যাপস এপিআই(API)
২)ইউটিউব এপিআই(API)
৩)ফেজবুক এপিআই(API)
৪) অ্যামাজন এড এপিআই(API)