Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
Falling slowly গানটার অসাধারণ কাভার। যে গানটা কাভার করেছে, তার গলা শুনলে জানটা শান্তি হয়ে যায়। বেশি ভালো ছেলেটার গলা। আমি ভাগ্যবান যে, ওর গান রেকর্ড করে জোড়াতালি দিয়ে একটা ভিডিও বানাতে পেরেছি।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » হাতুড়ে গিটারিস্টদের জন্যে
Falling slowly গানটার অসাধারণ কাভার। যে গানটা কাভার করেছে, তার গলা শুনলে জানটা শান্তি হয়ে যায়। বেশি ভালো ছেলেটার গলা। আমি ভাগ্যবান যে, ওর গান রেকর্ড করে জোড়াতালি দিয়ে একটা ভিডিও বানাতে পেরেছি।
Falling slowly গানটার অসাধারণ কাভার। যে গানটা কাভার করেছে, তার গলা শুনলে জানটা শান্তি হয়ে যায়। বেশি ভালো ছেলেটার গলা।
আসলেই ভাল গলা। অবশ্য লাভ নেই আমাদের রুচিতো হিরো আলমে পর্যবসিত। গুনের কদর করবার আমাদের সময় কোথায়। এদের আরো কিছু থাকলে দিয়েনতো
তার-ছেড়া-কাউয়া লিখেছেন:Falling slowly গানটার অসাধারণ কাভার। যে গানটা কাভার করেছে, তার গলা শুনলে জানটা শান্তি হয়ে যায়। বেশি ভালো ছেলেটার গলা।
আসলেই ভাল গলা। অবশ্য লাভ নেই আমাদের রুচিতো হিরো আলমে পর্যবসিত। গুনের কদর করবার আমাদের সময় কোথায়। এদের আরো কিছু থাকলে দিয়েনতো
আরেকটা আপ করতেসি। লিঙ্ক দিবো আপ হলে। তার হানুবি-হানুবাদের নিজেদের গুণের কদর নিজেরাই করেনা তাদের ফিলোসোফির কারণে। আপ করার জন্যে কোন গান করেনা বা কোন অনুষ্ঠানেও গান করেনা কিন্তু কোন এক অজানা কারণে আমি অনুরোধ করলে আমার অনুরোধ রাখে
16 minutes and 7 seconds after:
অর্নবের গান "তোমার জন্যে" কাভার করেছে হানুবা।
তার হানুবি-হানুবাদের নিজেদের গুণের কদর নিজেরাই করেনা তাদের ফিলোসোফির কারণে। আপ করার জন্যে কোন গান করেনা বা কোন অনুষ্ঠানেও গান করেনা
কিন্তু কোন এক অজানা কারণে আমি অনুরোধ করলে আমার অনুরোধ রাখে
তাদের ফিলোসোফিকে শ্রদ্ধা। তবে তাতে একটা ছিদ্র(আপনার অনুরোধ) যখন পাওয়া গেছে তখন আশা করি আরো ভাল গান ভবিষ্যতে পাওয়া যাবে। গুগলের কল্যানেতো এখন যিরো আলম মার্কা আগুনের গোলারাই দেশের সংস্কৃতির প্রতিনিধি হবার দশা।
অর্নবের গান "তোমার জন্যে" কাভার করেছে হানুবা।
আমার অত্যন্ত পছন্দের গান। ধন্যবাদ পৌছে দিবেন। গানটায় কিছুটা নিজস্বতা এসে গেছে তাতে অবশ্য ভালই লেগেছে। উনার নিজের ভাষার দু'একটা গান গাইতে বলুন।
উনার নিজের ভাষার দু'একটা গান গাইতে বলুন।
মনিপুরী দুইটা গান আছে রেকর্ড করা। অডিও। কথা বলে দেখি রাজি হয় কিনা।
কাভার করলাম প্রার্থনাদ। রেকর্ডিংয়ের সময় বউয়ে জোড়াজুড়ি করে মোমবাত্তি জ্বালায়-টালায় একেবারে বিব্রতকর অবস্থা করে দিলো ও আচ্ছা, এই গানটার অনেক ভালো ভালো পিয়ানো কাভার আছে। গিটার কাভার হাসলার নামক একজন ছাড়া আর কারও পেলাম না। আরেকটু খুঁজলে হয়তো পাওয়া যেতো। যাই হোক, বাজিয়ে গাওয়াটা বেশ কষ্টসাধ্য ছিলো। আশা করি ভালো লাগবে।
আর্টসেলের "অন্য সময়" অত্যন্ত প্রিয় গান। একুয়েস্টিকে রিফ বাজিয়ে এটা করা খুব সম্ভবত ঠিক না। এজন্যে ইউটিউবে অ্যাকুয়েস্টিকে কাভার কেউ দেয়নি। হ্যাঁ, শুধুমাত্র অ্যাকুয়েস্টিক গিটার কাভার আছে অবশ্য। গানসহ পাই নাই। যাই হোক, ভালো রিফ-প্লেয়াররা এটা দুর্দান্ত বাজাবে। আমি হাতুড়ে। তাই আমার সাত খুন মাফ!
নতুন করে কি আর বলবো? গান গাওয়ার ভুত ঘাড়ে চেপেছে। লোকজন অতিষ্ট হয়ে যাচ্ছে! এই লাইভ সেশনটার স্পেশালিটি হচ্ছে, প্রথমবারের মতন দুইটা ক্যামেরা দিয়ে শ্যুট করলাম। তাই এক ক্যামেরার বোরিং ভিউ থেকে কিছুটা হলেও দর্শকরা হয়তো নিস্তার পাবেন। কাভার ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আর খারাপ লাগলে পচা ডিম মারবেন
.......
অ্যাকুয়েস্টিকে চেষ্টা করলাম চিলেকোঠার সেপাই কাভার করার। সাইড ভোকাল লাগে এই গানটায়। তেমন সুবিধা করতে পারি নাই। তাও যেহেতু রেকর্ড করেই ফেলেছি, তাই আপ করে দিলাম। ভুল্ভ্রান্তি ইগনোর করেন। কি আছে দুনিয়ায়? কালকে হ্যাপিওয়ালা নিউ ইয়ার!
বাংলা ছবির গান। ভালোবাসা দাও, ভালোবাসা নাও। পেয়ার দো, পেয়ার লো
অবশ অনুভূতির দেয়াল। আর্টসেলের গান। লিখেছেন রুম্মান। তাদের লিরিক রাইটার বন্ধু রুপক মারা যাবার পরে তার স্মৃতিকাতরতায় লেখা গানটা গাওয়ার সময় যে কেউ আবেগাক্রান্ত হতে বাধ্য
অ্যাকুয়েস্টিকে চেষ্টা করলাম চিলেকোঠার সেপাই কাভার করার। সাইড ভোকাল লাগে এই গানটায়। তেমন সুবিধা করতে পারি নাই। তাও যেহেতু রেকর্ড করেই ফেলেছি, তাই আপ করে দিলাম। ভুল্ভ্রান্তি ইগনোর করেন। কি আছে দুনিয়ায়? কালকে হ্যাপিওয়ালা নিউ ইয়ার!
গান শুধু আনন্দের জন্য। সুতরাং এই আনন্দ ছেড়ে দেবেন না। ভাল লাগল আপনার গান শুনে।
(আমি যেটা করি) ঘরের দরজা - জানালা বন্ধ করে হারমোনিয়াম নিয়ে গলা ছেড়ে গান করি। একটা স্টুডিও স্টুডিও ভাব আসে। অপরে শুনে কি ভাবল সে চিন্তা দুর হয়ে যায়। গলা একটু ওপরে উঠানো যায়।
কয়েকটা গান শুনে মনে হল, অপরে কি ভাবছে, সেটা নিয়ে আপনি একটু চিন্তিত ...... জাস্ট ইগনোর
গান শুধু আনন্দের জন্য। সুতরাং এই আনন্দ ছেড়ে দেবেন না। ভাল লাগল আপনার গান শুনে।
(আমি যেটা করি) ঘরের দরজা - জানালা বন্ধ করে হারমোনিয়াম নিয়ে গলা ছেড়ে গান করি।
একটা স্টুডিও স্টুডিও ভাব আসে। অপরে শুনে কি ভাবল সে চিন্তা দুর হয়ে যায়। গলা একটু ওপরে উঠানো যায়।
কয়েকটা গান শুনে মনে হল, অপরে কি ভাবছে, সেটা নিয়ে আপনি একটু চিন্তিত
...... জাস্ট ইগনোর
কথা ঠিক। আমার বাসার ঠিক সামনে মসজিদ। সেখান থেকে আবার মাঝে মাঝেই বয়ান দেয় গানবাজনা করা একদমই ঠিক না তাই মনেহয় গলা চড়তে গেলেই কিছু একটা চেপে ধরে
তবে আপনার কথা ঠিক। বেশি চিন্তা করলেই সমস্যা
আমার গিটার-গুরু আমার রিদম ও গায়কীতে যারপরণাই হতাশ হয়ে ফিঙ্গারস্টাইল শিখতে এবং গানে প্রয়োগ করার চেষ্টা করতে বলেছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ওয়ারফেজের "অবাক ভালোবাসা" গানটা ফিঙ্গারস্টাইলে চেষ্টা করলাম। এই গানের অন্যান্য কাভারে ফিঙ্গারস্টাইল ব্যবহার করা হয় নাই নিজের খোমা দেখতে নিজেরই বিরক্ত লাগে, তাই খোমা প্রদর্শন থেকে বিরত থেকে এই বছরের কুয়াশার কিছু ভিডিও ফুটেজ জোড়াতালি দিয়ে দিলাম গানের সাথে
আশা করি ভালো লাগবে
কদিন বিরতির পর আবার গানবাজনা
ডিন মার্টিনের "সোয়ে" কাভার করলাম।
"হাতুড়ে" থেকে আপনার মনে হয় প্রমোশন হয়ে গেছে।
এবার কি আমরা অনুরোধের আসর বসাতে পারি? মনে করেন, আমি একটা গান রিকোয়েস্ট করলাম আপনি কাভার করে পোস্ট করলেন এরকম আর কি।
"হাতুড়ে" থেকে আপনার মনে হয় প্রমোশন হয়ে গেছে।
এবার কি আমরা অনুরোধের আসর বসাতে পারি? মনে করেন, আমি একটা গান রিকোয়েস্ট করলাম আপনি কাভার করে পোস্ট করলেন এরকম আর কি।
হা হা হা। নাহ, লোকজনের বাজানো দেখলে এখনও নিজেকে নাদান মনেহয়। বেটার হয় যে, আপনারা পছন্দের গানগুলো কাভার করে আপনাদের চ্যানেলে পোস্ট করেন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » হাতুড়ে গিটারিস্টদের জন্যে
০.০৮৭১৫৮২০৩১২৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.১৯১৪৮৪৫৯৩৮৩৮ টি কোয়েরী চলেছে