Re: সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
The Walking Dead কেউ ফোরামে দেখেন নাকি ? টরেন্ট সাইটে এটা হিউজ ডালো হয়। ভালো নাকি ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
The Walking Dead কেউ ফোরামে দেখেন নাকি ? টরেন্ট সাইটে এটা হিউজ ডালো হয়। ভালো নাকি ?
The Walking Dead কেউ ফোরামে দেখেন নাকি ? টরেন্ট সাইটে এটা হিউজ ডালো হয়। ভালো নাকি ?
একসময় দেখতাম। একঘেয়ে আর বিরক্তিকর লাগার জন্য অনেক আগেই দেখা বাদ দিয়েছি।
The OA S01E03 পর্যন্ত দেখলাম। নাথিং স্পেশাল।
বোরিং। স্টোরীলাইনে তেমন ইন্টারেস্টিং কিছু পেলাম না এখনো পর্যন্ত, অগভীর খাপছাড়া প্লট। স্ট্রেঞ্জার থিংস-এর আধাখ্যাঁচড়া ইনটেলেকচুয়াল, এ্যাডাল্ট ক্লোন হবার জন্য একটু ডেসপারেট চেষ্টা মনে হলো...
তাহলে S01E08 এর শেষ ১০ মিনিট দেখুন(না টেনে) তাহলে ক্লাইমেক্সটা দেখতে পারবেন।
একে একে আমার দেখা রানিং টিভি সিরিজ গুলোর সিজন শেষ হয়ে গেল । আগে westworld তার পরে younger আর আজ কে Shameless এর সিজন ৭ শেষ হলো। আর কোন রানিং টিভি সিরিজ দেখার নাই
স্ট্রেঞ্জার থিংস-এর সাথে অনর্থক তুলনা টেনে পাবলিককে গেলানোর প্রচেষ্টা...
স্ট্রেঞ্জার থিংস এর নাম আগে শুনি নাই। এটা কেমন লেগেছে ?
আর কোন রানিং টিভি সিরিজ দেখার নাই
দৈনিক গড় কয় ঘন্টা সিরিজ/মুভি দেখেন?
স্ট্রেঞ্জার থিংস এর নাম আগে শুনি নাই। এটা কেমন লেগেছে ?
ভালো লেগেছে। সিরিজটির মূল আকর্ষণ ৮০-র দশকের নস্টালজিক সাইফাই আমেজ... স্পীলবার্গ, কার্পেণ্টার, রেইমী এসব লেজেণ্ডারী ডিরেক্টরদের মুভিগুলোর থীম অনুকরণ করেছে সিরিজটি, দেখতে ভালোই লাগে।
উইনোনা রাইডারের বিধ্বস্ত দশা দেখে অবাক হয়েছিলাম। এই অভিনেত্রী প্রায় সব মুভিতে কিউট পুতুল-টাইপ ইমেজ ধারণ করে থাকে, কিন্তু সিরিজে তার চরিত্র এক বয়স্কা প্যারানয়ড মহিলার।
নেটফ্লিক্সে বেশ কয়েকটা বৃটিশ ক্রাইম/ড্রামা/থ্রিলার সিরিজ দেখলাম। বৃটিশ টিভি প্রডিউসাররা এখন কোমর বেঁধে হলিউডের বিরুদ্ধে নেমে পড়েছে। সিরিজগুলোর প্রডাকশন ভ্যালু কম, স্পেশাল ইফেক্ট নেই, তবে ওদের স্টোরীলাইনগুলো ইন্টারেস্টিং।
নেটফ্লিক্সে বেশ কয়েকটা বৃটিশ ক্রাইম/ড্রামা/থ্রিলার সিরিজ দেখলাম। বৃটিশ টিভি প্রডিউসাররা এখন কোমর বেঁধে হলিউডের বিরুদ্ধে নেমে পড়েছে। সিরিজগুলোর প্রডাকশন ভ্যালু কম, স্পেশাল ইফেক্ট নেই, তবে ওদের স্টোরীলাইনগুলো ইন্টারেস্টিং।
এদের অনেকগুলোই স্ক্যানডিনেভিয়া'র টিভিশো থেকে অ্যাডাপ্ট করা। আপনি ফরাসী থ্রিলার The Passenger (ট্রু ডিটেকটিভের মত) দেখতে পারেন খারাপ লাগবে না আশা করি।
invarbrass ভাই ওয়েস্ট ওয়ার্ল্ড দেখেন নি?
invarbrass ভাই ওয়েস্ট ওয়ার্ল্ড দেখেন নি?
কয়েকদিন পরে দেশের বাইরে যাচ্ছি মাস খানেকের জন্য। তাই পুরো সীযনটা ট্যাবলেটে ডাউনলোড করে রেখে দিয়েছি।
@ডেডুঃ Better Call Saul S02 না দেখলে দেখে ফেলুন। দু'য়েকটা এপিসোড বাদ দিলে এই সীযনটাও প্রথমটার মতোই উপভোগ্য।
Better Call Saul এর কোন সিজনই দেখি নাই। "ব্রেকিং বেড" এর কাছাকাছি ভালো নাকি ?
২০১৭ সালে আমি সবচেয়ে বেশী অপেক্ষায় আছি House of cards, Homeland ও GoT দেখায় জন্য।
Better Call Saul এর কোন সিজনই দেখি নাই। "ব্রেকিং বেড" এর কাছাকাছি ভালো নাকি ?
আর কুনো কথা বার্তা নাই। চোখ বন্ধ করে ডাউনলোড বাটন চিপেন...
নাহ, ব্রেকিং ব্যাডের মতো এপিক সিরিজ না। তবে বেশ ভালো মানের ডার্ক কমেডী।
Big Bang Theory দেখা হয়নি, Season 3 দেখা শেষ 4 চলছে।
Power (৮) আর Humans(৭) শেষ করলাম।
Better Call Saul এর কোন সিজনই দেখি নাই। "ব্রেকিং বেড" এর কাছাকাছি ভালো নাকি ?
ভালোই , নেক্সট সিজনের অপেক্ষায় আছি।
ভালো লেগেছে। সিরিজটির মূল আকর্ষণ ৮০-র দশকের নস্টালজিক সাইফাই আমেজ... স্পীলবার্গ, কার্পেণ্টার, রেইমী এসব লেজেণ্ডারী ডিরেক্টরদের মুভিগুলোর থীম অনুকরণ করেছে সিরিজটি, দেখতে ভালোই লাগে।
সহমত। নাইন্টিজের আামেজটা খুব ভালভাবে ফুটিয়ে তুলিয়েছে। আমার তো তিন গোয়েন্দার কথা মনে দিয়েছে বারবার
গত দুই বছর ধরে অনেক চিন্তা করেছি যে, Sherlock এর সুপার ভিলেন Jim Moriarty সুইসাইড করার পরেও কিভাবে জিন্দা হতে পারে !!! কিন্তু এখন সিজন ফিনালেতে ফ্যামিলি ড্রামা দেখতে হবে। যেখানে Sherlock কে লড়তে হবে সুরাপ ডুপার ভিলেন Eurus এর বিরুদ্ধে । এখন আমার প্রশ্ন হলো Jim Moriarty এর বস কি Eurus ??
Jim Moriarty ফিরে না আসাতে অনেক কষ্ট পেলাম
একদল বিদ্রোহীর এম্পায়ারের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। এর সময়কাল Star Wars Episode III: Revenge of the Sith এর ১৪ বছর পর এবং Star Wars Episode IV: A New Hope এর ৫ বছর আগে। এটা ইতোমধ্যেই স্টার ওয়ার্সের অফিসিয়াল ক্যানন হিসাবে স্বীকৃতি পেয়েছে।
Sherlock S04E03 was a complete disappointment for me. I was expecting a brainy episode and it turned out to be a SAW.
Anyways, will miss Sherlock until there's S05
Sherlock S04E03 was a complete disappointment for me. I was expecting a brainy episode and it turned out to be a SAW.
Anticlimax at its best
আরো প্যাচাইলা সমস্যা দেখের প্রত্যাশায় ছিলাম শেষ সমস্যা দেখে মজা পেলাম না। #RIPSherlock
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
০.১০৯২৩৩১৪০৯৪৫৪৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৫.৪৭৭৫১০১৪৬০৮৫ টি কোয়েরী চলেছে