Re: আসুন Firefox এর প্রয়োজনীয় ও মজার addon সম্পর্কে এখানে শেয়ার করি..
মাহমুদ রাব্বি লিখেছেন:আমি শুধু বেছে বেছে বিরক্তিকর অ্যাডগুলো ব্লক করবো কিভাবে?
Adblock Plus এর সাথে Element Hiding Helper ইন্সটল করুন। ABP এর Filter Preference থেকে সব ফিল্টার ডিলিট করে দিন। এর পরে Element Hiding Helper দিয়ে নিজের ইচ্ছেমত অ্যাড বন্ধ করতে থাকুন।
বাই দা ওয়ে, ABP এর মেনুতেই Element Hiding Helper পাবেন।
অনেক ধন্যবাদ। কাজ হয়েছে।