QR Code Image Generator
বর্তমানে পিসিতে যেই ট্যাবে ব্রাউজ করবেন সেটার অটো QR কোড জেনারেট করবে, ফলে সহজেই ফোন থেকে স্ক্যান করে কস্ট করে ইউআরএল টাইপ না করেই পেজটি ব্রাউজ করতে পারবেন। সবচেয়ে যেটা সুবিধা লাগে, ফোন থেকে এসএমএস টাইপ করার দরকার পড়ে না, এই অ্যাডঅনের মধ্যে টাইপ করে সেটা ফোন থেকে স্ক্যান করে পাঠিয়ে দেই।
Lyrics Here by Rob W
ইউটিউব এ মিউজিক ভিডিও দেখার সময় প্রায়ই মনে হয় গানের লিরিকটা দেখতে পারলে মন্দ হতনা। এই অ্যাডঅনটা অটো সেই কাজটাই করে দিবে। ইউটিউব ভিডিওর নিচে দেখবেন "Lyrics Here" লেখা আসবে, ওখানে ক্লিক করলেই লিরিক দেখা যাবে। অ্যাডঅনটি বেশ কিছু পপুলার সাইটে কাজ করে যেমন Spotify, Jango, Deezer, AccuRadio, Deezer, 8tracks, Google Music, iHeart, Superplayer.fm, Last.fm, Music.yandex.ru, Qobuz, Songza, SoundCloud, Saavn and Pandora
ট্রাই করে দেখতে পারেন।
IMDb; Phone: OnePlus 8T; PC: Asus Zenbook 14x OLED with Windows 11 Pro 64-bit