টপিকঃ নেটওয়ার্কিং এ ক্যারিয়ার পাথ নিয়ে ভাবনা
আমার প্যাশন এবং ভবিষ্যতের প্রফেশন হচ্ছে নেটওয়ার্কিং। কিন্তু এই লক্ষ্যে কিভাবে আগাব সেটা বুঝতে পারছি না। সিসকোর ওয়েবসাইটে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার সুন্দর একটা প্লান দেখে আমি নিজের জন্য একটা খসড়া প্লান দাড় করিয়েছি।
ক্যারিয়ারের অংশ হিসেবে আমি কিছুদিন আগে সিসিএনএ কোর্স করেছি। টাকা-পয়সা যোগাড় করতে পারলে পরীক্ষা দেব। লিনাক্সে [সেন্টওসএস] এ ডিএনএস, ওয়েব, সাম্বা, মেইল সার্ভার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও উইন্ডোজের সার্ভার অপারেটিং সিস্টেম সম্পর্কে তেমন কিছুই জানি না। আর লিনাক্সের সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে যেহেতু শেল স্ক্রিপ্টিং জড়িত তাই এই ২০১৩ সালের মাঝে শেল স্ক্রিপ্টিং নিয়েও কাজ করার ইচ্ছা আছে।
মোট কথা, আগামী ২০১৪ সালের মাঝে লিনাক্স, উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর এবং সিসিএনএ সার্টিফাইড হতে চাই।
সিনিয়র, বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার এই ক্যারিয়ার প্লানিং কি ঠিক আছে?