সর্বশেষ সম্পাদনা করেছেন দক্ষিণের-মাহবুব (২৩-০২-২০১৩ ১১:৩০)

টপিকঃ নেটওয়ার্কিং এ ক্যারিয়ার পাথ নিয়ে ভাবনা

Re: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার পাথ নিয়ে ভাবনা

আমি এটা নিয়ে বেশ কিছুদিন নিয়ে ঘাটতাছি কিন্তু কোন কুল কিনারা খুজে পাচ্ছি না  sad

root-tor-startx  তুল্য মুল্য সর্বজন সর্বান্ন

Re: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার পাথ নিয়ে ভাবনা

ওয়েল...আমিও যেহেতু একই লাইনের লোক সেহেতু আমার প্ল্যানটা এখানে শেয়ার করছি...আমি বর্তমানে সিসিএনএ অধ্যয়নরত...মাস দেড়েকের মত হলো, এটা করাকালীন আমি যে প্ল্যান দাঁড় করিয়েছি (অবশ্যই ইন্সট্রাকটর ও আমাদের অন্যান্য সিনিয়র/জুনিয়র ক্লাশমেটের সাথে আলাপ করে) তা হলো সিসিএনএ সম্পন্ন করার মাস তিনেকের মধ্যেই ভেন্ডর এক্সাম দিয়ে ফেলা, এটাই সবাই সাজেস্ট করেছে, আর বিনামূল্যে নেটে যে প্রশ্ন পাওয়া যায় সেগুলো থেকে প্রায় ৭৫% এর মত কমন পাবেন, আবার ৮ হাজার টাকা খরচ করলে ৯৮% কমনের নিশ্চয়তা সহ কোশ্চেন পেপার পাবেন  wink  MCQ গুলো মোটামুটি একই থাকে টানা কয়েক মাস যাবত, সিমুলেশন ল্যাব যেগুলো ট্রেনিংকালীন করাবে সেগুলোই ১০০% কমন পড়বে...পাশ নম্বর যেহেতু ৮৫০, সেহেতু খুব বেশি কঠিন পরীক্ষা বলে এটাকে মনে করা ঠিক নয়। ভেন্ডর এক্সামের পর আপনার সামনে দুটি রাস্তা থাকবে- সিস্টেম এডমিন লেভেল আর কোর নেটওয়ার্কিং লেভেল...সিস্টেম এডমিন লেভেলে যেতে চাইলে এরপর আপনার লিনাক্স নিয়ে ঘাটাঘাটি শুরু করা ভালো, সম্ভব হলে RHCE কোর্সটা করে ফেলা যায়। পাশাপাশি উইন্ডোজ সার্ভার (২০০৩/২০০৮) নিয়ে নিজে শিখে নিতে হবে। CCNA+RHCE থাকলে আপনি মোটামুটি সিস্টেম এডমিন লেভেলে কাজ করার উপযোগী ধরে নেওয়া হয়। বাকি থাকে কোর নেটওয়ার্কিং, এই পথটা কিছুটা কঠিন, কিন্তু ভালো কাজ পারলে এই লাইনেই ডিমান্ড সবচেয়ে বেশি, আপনার যদি লক্ষ্য থাকে নেটওয়ার্কিং গীক টাইপের কিছু হওয়া তাহলে এই লাইন আপনার জন্য  smile  এই লাইনে CCNA এর পর ১ বছরের মত সময় হাতে রেখে শুরু করতে পারেন CCNP...চাকরি করাকালীনও করতে পারেন। CCNA+CCNP থাকা মানেই আপনি কোর লেভেলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে স্বীকৃত। এরপর আপনার যদি লক্ষ্য আরো উঁচু থাকে তাহলে করা উচিত CCIE, বাংলাদেশে CCIE সম্পন্ন করেছেন এমন আছেন হাতেগোনা কয়েকজন, ফলে বুঝতেই পারছেন জব মার্কেটে এদের ডিমান্ড কেমন হবে!
আমি আপাতত ২য় অপশনটা ধরে এগুচ্ছি, CCNA করার পর জবের ট্রাই করবো, এরপর  হাতে সময় রেখে CCNP এর জন্য পড়াশুনা শুরু করে দিতে পারি... smile  বাকিটা ভাগ্যের হাতে...

মুক্ত অভি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার পাথ নিয়ে ভাবনা

লিনাক্স, উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর এবং সিসিএনএ সার্টিফিকেশন কতটুকু শেষ করেছেন জানতে পারি?

Re: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার পাথ নিয়ে ভাবনা

আজাইরা প্যাঁচাল ভাল লাগেনা

Re: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার পাথ নিয়ে ভাবনা