১ ২১-০৫-২০১৪ ২১:২২ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (২১-০৫-২০১৪ ২১:২২)
৩ ২১-০৫-২০১৪ ২২:১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (২১-০৫-২০১৪ ২২:১৮)
Re: মুভি পোষ্টার - ফড়িং
ওয়াও অরুণদা সুন্দর হইছে!
এটা করলেন কবে! তবে একি ছবি দুই বার কেন!
এটা কি ইলেস্টিসি না কি একটা আছে ওইটাতে করা?? উচ্চারণ হয় না আমার কি দুষ!
+++
Re: মুভি পোষ্টার - ফড়িং
এটা কি ইলেস্টিসি না কি একটা আছে ওইটাতে করা??
উচ্চারণ হয় না আমার কি দুষ!
+++
নাহ্ এটা ড্র-প্লাস এক্স-৬ এ করা। ইলাসট্রেটর আমার জানা নেই।
আর ধন্যবাদ আপনাকে।
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/
Re: মুভি পোষ্টার - ফড়িং
দারুন একেছেন অরুন দাদা !
ফড়িং সিনামাটা আমার খুবই ভালো লেগেছে কিছু বাস্তব চিত্র তুলে ধরেছে দারুন !!
Re: মুভি পোষ্টার - ফড়িং
কিছু বাস্তব চিত্র তুলে ধরেছে দারুন !!
নবম - দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সেই ম্যাডামদের কথা মনে পড়িয়ে দেয়..... আহা কি দিন ছিল সেসব....
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/
Re: মুভি পোষ্টার - ফড়িং
এসব কী! ড্রপবক্সে কিছু দেখতে চাই না আপনার তো আবার ঠিক নাই। অভিমানী হয়ে দেবেন ঘ্যাচাং করে। এজন্য অনুগ্রহ করে টাইনিপিক জাতীয় কিছুতে দিয়ে দেবেন। আর ইয়ে, ছবি ভাল হয়েছে - যা হয় সব সময়। নায়িকাটি কে?
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
Re: মুভি পোষ্টার - ফড়িং
টাইনিপিক কি জিনিস? কোনদিন ব্যবহার করি নাই....।
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/
Re: মুভি পোষ্টার - ফড়িং
অনেক চমৎকার
কিছু টেক্সট এড করে ফেলেন, জটিল হইছে
পুনশ্চঃ আপনারে দেখে আমার ফিল্মের পোস্টারগুলো শেয়ার দিতে মুনচাইতেছে খারান আইতেছি
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন
Re: মুভি পোষ্টার - ফড়িং
ছবিটা আসলেই অনেক সুন্দর হইছে!
Re: মুভি পোষ্টার - ফড়িং
অরুন দা ফেসবুকে যা পোস্ট করে এই গুলা এইখানে পোস্ট করলেও তো এত্ত গুলা এ্যলবাম আসছ!