টপিকঃ কেমন হবে জান্নাত? দেখে নিন জান্নাতের ফিচারসমূহ
ভূমিকাঃ একটি ফ্ল্যাট কিনতে গেলে আপনি প্রথমে কি করেন? অবশ্যই আগে ফ্ল্যাটের বিভিন্ন সুযোগ সুবিধা, আয়তন, কোয়ালিটি ইত্যাদি দেখেন। একটা ফ্ল্যাট কত দিন দীর্ঘস্থায়ী হতে পারে? আনুমানিক ১০০ বছর। কিন্তু মহান আল্লাহ আপনাকে শুধুমাত্র ক্ষনস্থায়ী একটি ফ্ল্যাট নয়, বরং অনন্ত জীবনের জন্যে বিশাল এক জান্নাত অফার করেছেন। আসুন দেখে নেই সেই জান্নাতের ফিচারসমূহ। নিচে জান্নাতের ফিচারগুলো তুলে ধরা হলো।
✔ আয়তনঃ পৃথিবীর তুলনায় বহুগুন বেশী প্রশস্ত, যা আমাদের কল্পনাতীত। জান্নাত এত বিশাল যে, এর নির্দিষ্ট সীমারেখা বলা অসম্ভব।এমনকি জান্নাতে সর্বশেষ প্রবশেকারী ব্যক্তিও পাবে পৃথিবীর চেয়েও দশগুন বড় জান্নাত (মুসলিম, কিতাবুল ইমান, বাব ইসবাতুশশাফায়া)। জান্নাতে রয়েছে শত স্তর, আর সকল স্তরের মাঝে আকাশ ও পৃথিবী সম দুরুত্ব রয়েছে (তিরমীযী)। জান্নাতে এক একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে, কোন অশ্বারোহী শত বছর পর্যন্ত তার ছায়ায় চলার পরও সে ছায়া শেষ হবে না (বুখারী)।
✔ জান্নাতী লোকদের জন্যে যা থাকছে, তার সামান্য কিছু বর্ণনাঃ জান্নাতী লোকদের জন্যে থাকবে সুরম্য দু’টি বাগিচা। বাগিচাগুলো হবে ঘন শাখা-প্রশাখা বিশিষ্ট। সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। প্রতিটি ফল হবে দুই প্রকারের। জান্নাতের অধিবাসীরা রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরাশের উপর হেলান দিয়ে আয়েশ করে বসবে। এ সময় উভয় উদ্যান ফলসহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। সেখানে আরো থাকবে আনত নয়না হুরগন, যাদেরকে এই জান্নাতবাসীদের পূর্বে কোন মানুষ বা জ্বীন স্পর্শ করেনি। এই দুটো উদ্যান ব্যতীত আরো দুটো ভিন্ন ধরনের উদ্যান দেয়া হবে, যেগুলো হবে চির সবুজ ও ঘন। সেখানেও দু’টো ঝর্ণাধারা ফোয়ারার মত উচ্ছল গতিতে অবিরাম বইতে থাকবে। এইা উদ্যানগুলোতে থাকবে রং বেরংয়ের ফল পাকড়া- খেজুর ও আনার। জান্নাতীরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে থাকবে (সূরা আর রহমানঃ আয়াত ৪৬-৭৬)। জান্নাতের উদ্যানগুলোর তলদেশ দিয়ে নহর বইতে থাকবে (সূরা তাওবা, আয়াতঃ ৭২)। এধরনের অসংখ্য সুযোগ সুবিধা থাকবে, বিস্তারিত জানতে এই ফাইলটি ডাওনলোড করে পড়ুন- Click Here
ツ কোন ফ্লাটের সুযোগসুবিধাগুলো পছন্দ হওয়ার পর আপনি দেখেন যে, ফ্লাটটি কেনার সামর্থ আপনার আছে কি না! এবার জান্নাতের ফিচারগুলো দেখে একবার ভাবুন, এই জান্নাত পাওয়ার যোগ্যতা আপনার আছে কি না!
কারা হবে সেই জান্নাতী?
এক কথায় বলতে গেলে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের বিধি-নিষেধ মান্যকারী, কোরআন ও সহীহ সুন্নাহর অনুসরণকারী মুত্তাকী মুমিন বান্দারাই হবে জান্নাতের উত্তরাধকিারী।
জান্নাতী কারা, সে সম্পর্কে জানতে বিস্তারিত পড়ুনঃ Click Here
পরিশিষ্টঃ আজ থেকেই প্রস্তুতি নেয়া শুরু করুন- জান্নাতী হওয়ার জন্যে, জান্নাতে আপনার সুবশিাল রাজ্য পাওয়ার জন্যে।
[Yes, you can copy and share this post. Islamic post hasn't any copyright.]